
কর অফিসে রাতেও উড়ছে জাতীয় পতাকা!
নিজস্ব প্রতিবেদকনগরীর বয়রায় অবস্থিত খুলনা কর অঞ্চলের সদর দপ্তরে সোমবার রাতেও জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় দেখা গেছে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে অফিস সহায়ক মো. আব্দুস সালামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
খুলনা কর অঞ্চলের সূত্র জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত অফিস সময়ে জাতীয় পতাকা উত্তোলন ও অবনমনের দায়িত্ব পালন করেন অফিস সহায়ক মো. আব্দুস সালাম। কিন্তু সোমবার রাতেও পতাকা উত্তোলিত অবস্থায় ছিল।
সোমবার রাতে যুগ্ম কর কমিশনার মো. মঞ্জুর আলম পথ দিয়ে যাওয়ার সময় সদর দপ্তরের পতাকা উত্তোলন অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন।
বিষয়টি স্বীকার করে খুলনা কর অঞ্চলের কমিশনার প্রশান্ত কুমার রায় জানান, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে এক অফিস আদেশে তিনি ওই অফিস সহায়ককে সাময়িক বরখাস্ত করেন।
খুলনা/নূরুজ্জামান/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2KVKOSR
0 comments:
Post a Comment