
আপনারা যেহেতু বলছেন তাহলে বিষয়টা গুঞ্জনই
রাহাত সাইফুলওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। বাংলাদেশেও তার জনপ্রিয়তা তুঙ্গে।
আগামী ২৯ নভেম্বর তার অভিনীত ও প্রযোজিত ‘পাসওয়ার্ড’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। সিনেমার প্রচারের জন্য মঙ্গলবার দুপুরে ঢাকায় এসেছেন দেব। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করলেও বাংলাদেশের সিনেমায় প্রথমবার নাম লেখালেন এই অভিনেতা।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে নতুন সিনেমা ‘মিশন সিক্সটি’ এর নাম ঘোষণা দেন দেব।
এরপর দেবের সাক্ষাৎকার নেন রাইজিংবিডির বিনোদন প্রতিবেদক রাহাত সাইফুল। দেবের সঙ্গে কথোপকথনের চুম্বক অংশ তুলে ধরা হলো রাইজিংবিডির পাঠকদের জন্য-
রাইজিংবিডি : বাংলাদেশে এসে আপনার কেমন লাগছে?
দেব : এখানে এসে আমার খুব ভালো লাগছে। বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এটা আমি সবসময়ই বলে এসেছি এবং বিশ্বাসও করি। এদেশের মানুষ যে কতটা ভালো কতটা আপ্যায়ন করে, তা বলার অপেক্ষা রাখে না। এমন নয় যে, আমি বাংলাদেশে এসেছি বলে এটা বলছি। শুটিংয়ের মাধ্যমে কিংবা বিভিন্ন দেশে ঘুরতে গিয়ে বুঝেছি। বাংলাদেশের মত আপ্যায়ন কিংবা ভালোবাসা পৃথিবী জুড়ে আর কোথাও নেই।
রাইজিংবিডি : এপার বাংলায় আপনার জনপ্রিয়তা রয়েছে, তা কখনো টের পেয়েছেন?
দেব : এখানে এসে অনেক ভালোবাসা পেয়েছি। আমি যতটা না পশ্চিম বঙ্গে জনপ্রিয়, তার চেয়ে বেশি জনপ্রিয়তা এবং ভালোবাসা পেয়েছি বাংলাদেশে। আমার সিনেমা এখানে রিলিজ হোক বা না হোক, আমার প্রতি এই ভালোবাসার জন্য এখানে সবার কাছে কৃতজ্ঞ।
রাইজিংবিডি : সিনেমা মুক্তির এক মাস পরে সাফটা চুক্তির মাধ্যমে সিনেমা আমদানি করা হয়। এটাকে কীভাবে দেখছেন?
দেব : আমরা এখনো কেন দুই বাংলায় একসঙ্গে একই তারিখে সিনেমা মুক্তি দিতে পারছি না! এখন সময় এসেছে দুই বাংলার এক হওয়ার। আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য দুই বাংলাকে এক হতে হবে। এখন বুড়ো আঙ্গুলের তলায় চ্যানেল চলে এসেছে। যার যেটা ইচ্ছে হচ্ছে সে চ্যানেল দেখছে। নিজেদের ঐতিহ্য ধরে রাখতেই আমাদের এক হতে হবে। এটা আমাদের বাঙালিয়ানার লড়াই। আমরা দুই বাংলা যখন এক হয়ে কাজ করব তখন আমরা অনেক কিছুই নিয়ন্ত্রণে আনতে পারব। যারা বিভিন্ন প্লাটফর্ম কিংবা ইউটিউব বা বিভিন্ন সাইটে ছবি দেখছে তাদেরকে আমরা আয়ত্তে আনতে পারব যখন আমরা দুই বাংলা এক হয়ে ভালো কাজ করব, ভালো চলচ্চিত্র নির্মাণ করব।
রাইজিংবিডি : হঠাৎ করে বাংলাদেশের সিনেমায় নাম লেখালেন কেন?
দেব : আমি অনেকদিন ধরেই চাইছি বাংলাদেশের হয়ে কাজ করতে, বাংলাদেশের সিনেমায় কাজ করতে। আমি চাই, বাংলাদেশেও যেন আমার কিছুটা হলেও অবদান থাকে। সেই সুযোগটাও এবার হয়ে গেছে। আগামীতে আমি সম্পূর্ণ বাংলাদেমি একটি সিনেমায় কাজ করতে যাচ্ছি। এরইমধ্যে সিনেমার নামও চূড়ান্ত হয়ে গেছে। এখন পর্যন্ত এর নাম রাখা হয়েছে ‘মিশন সিক্সটিন’। এটা একটা থ্রিলার চলচ্চিত্র হতে যাচ্ছে। শুধু কলকাতা থেকে আমি একাই থাকছি, বাকি সব থাকছে বাংলাদেশের। শুটিং হবে বাংলাদেশ ও ভারতে। আগামী বছর জানুয়ারির মাঝামাঝি সিনেমাটির শুটিং শুরু হবে। সব ঠিক থাকলে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে।
রাইজিংবিডি : ‘পাসওয়ার্ড’ নামে একটি সিনেমা বাংলাদেশে কয়েকদিন আগে মুক্তি পেয়েছে। এর পরে আবার একই নামে সিনেমা মুক্তি পাচ্ছে। এটাকে দর্শক কীভাবে নেবে বলে মনে করছেন? আর একই নাম হলো কীভাবে?
দেব : আমি যখন ‘পাসওয়ার্ড’ সিনেমার কাজ শুরু করি তখন ঢাকায় শাকিব এই নামে সিনেমা শুরু করিনি। আর বিষয়টি আমার জানা ছিল না। আমার সিনেমাটিও যে বাংলাদেশে মুক্তি দেবো এমন কোনো পরিকল্পনা ছিল না। যাই হোক, এই দেশের মানুষ আমার সিনেমা দেখবেন বলে আশা করছি। আমার সিনেমার গল্প সম্পূর্ণ আলাদা। আশা করি, কোনো জটিলতা থাকবে না। আমি চাই, দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখুক।’
রাইজিংবিডি : আমরা যতদুর জানি, কলকাতায় এই সিনেমাটা আশানুরূপ সফলতা পায়নি। আপনি কেন মনে করছেন বাংলাদেশে এই সিনেমাটা সফলতা পাবে?
দেব : আমি এখনো বলিনি এই সিনেমাটি বিশাল বড় সাফল্য পাবে। একজন পরিচালক-প্রযোজক চেষ্টা করে দর্শকদের হলে নিতে। ‘পাসওর্য়াড' সিনেমাটি বানিয়েছি একটাই কারণে। আমরা যখন বাহুবলি' সিনেমা দেখি তখন আমার খুব কষ্ট হয়। অন্য ভাষার সিনেমা যখন দেখি তখন দেখবেন আমরা অনেকটাই পিছিয়ে আছি। সবসময় সাকসেস নিয়ে ভাবলে হবে না। আমরা একটু সাহস না করলে একই জায়গায় থেকে যাব। আগে দর্শক হলে এসে সিনেমাটি দেখুক তারপর বিচার করুক সিনেমাটি ভালো না মন্দ। আমার অনেক সিনেমা মনে হয়েছে ভালো হয়নি, কিন্তু সেটা বক্স অফিসে বাম্পার সাফল্য হয়েছে। সব সিনেমার বিচার যদি কক্স অফিস দিয়ে হয় জীবনে কেউ আগাতে পারবে না।
রাইজিংবিডি : আপনার সঙ্গে রুক্মিনীর প্রেমের গুঞ্জন আছে। আসলে বিষয়টা কী?
দেব : আপনারা যেহেতু বলছেন বিষয়টি গুঞ্জন, তাহলে গুঞ্জনই।
ঢাকা/রাহাত/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2OoJ7j6
0 comments:
Post a Comment