
মাহমুদউল্লাহর ‘তরুপের তাস’ হবেন আমিনুল!
দিল্লি থেকে ক্রীড়া প্রতিবেদকনতুন শুরুর অপেক্ষায় থাকা বাংলাদেশের নতুন স্বপ্ন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে ঘিরে। মাত্র এক টি-টোয়েন্টি খেলা এ লেগ স্পিনার বাংলাদেশের বোলিং আক্রমণে বৈচিত্র্য আনবে এমনটাই বিশ্বাস সংশ্লিষ্টদের। আজই তার হয়ে যেতে পারে সবথেকে বড় পরীক্ষা।
রোহিত শর্মা, শেখর ধাওয়ান, মানিশ পান্ডেদের বিপক্ষে দিল্লিতে নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবেন আমিনুল। অনুশীলনে তার বোলিং মনে ধরেছে বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টরির। শুরু থেকেই তাকে নিয়ে আলাদাভাবে কাজ করে আসছেন ভেট্টরি। শুধু অনুশীলনে নয় ভারতে উড়াল দেওয়ার আগে মিরপুরে যে দুটি অনুশীলন ম্যাচ খেলেছে বাংলাদেশের খেলোয়াড়রা সেখানেও আমিনুলকে নিয়ে ব্যস্ত ছিলেন ভেট্টরি। তার বোলিং আম্পায়ারের পেছনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেছেন প্রাক্তন কিউই অধিনায়ক। কে জানে, হয়তো আমিনুলের মধ্যে বড় কিছুর সম্ভাবনা দেখছেন ভেট্টরি!
জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের মাটিতে অভিষেক হয়েছিল আমিনুলের। নিজের প্রথম ওভারেই নেন উইকেট। এক ওভার পর নেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার উইকেট। অভিষেকে তার বোলিং ফিগার ৪-০-১৮-২। অভিষেক ম্যাচে নিজের বোলিংয়ে ফিল্ডিং বাঁচাতে গিয়ে ইনজুরিতে পড়েন। এরপর দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন। শতভাগ ফিট আমিনুল এখন ভারতের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায়। প্রথম ম্যাচে আমিনুলকে দেখে মাহমুদউল্লাহ বলেছিলেন,‘ওর ভেতরে কিছু একটা ‘‘এক্স ফ্যাক্টর’’ আছে।’
সেই এক্স ফ্যাক্টর এখন মাহমুদউল্লাহর সবথেকে বড় অস্ত্র। হতে পারেন অধিনায়কের তরুপের তাস। সহজাত লেগ স্পিনারদের থেকে খানিকটা বড় তার রানআপ। কুইক আর্ম অ্যাকশন। তেড়েফুঁড়ে এসে বল ছোড়েন। বোলিংয়ে তেমন বৈচিত্র্য নেই। তবে এক জায়গায় টানা বল করে যেতে পারেন। বলের ওপর নিয়ন্ত্রণ দারুণ। গতি কমাতেও পারেন, বাড়াতেও পারেন। আমিনুলের মতে সেল্ফ কন্ট্রোল তার সবথেকে বড় শক্তি।
২০ বছর বয়সি আমিনুল নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে যে বোলিং কারিশমা দেখিয়েছেন, তাতে আশার প্রদ্বীপ জ্বলেছে- অন্তত বাংলাদেশ পেল একজন লেগ স্পিনার! বয়সভিত্তিক দলে ছিলেন টপ অর্ডার ব্যাটসম্যান। এইচপির কোচ সাইমন হেলমট নেটে তার লেগ স্পিন দেখে বড় স্বপ্ন দেখা শুরু করেন। সেই স্বপ্নের শুরু হলো সাগর পাড়ের সাগরিকা স্টেডিয়ামে।
শুরুটা ভালো করেছেন আমিনুল। তার মতোই উজ্জ্বল শুরু করেছিলেন আরেক লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনও। কিন্তু টিকতে পারেননি বিভিন্ন কারণে। এবার আমিনুলের দেখিয়ে দেওয়ার পালা। ঘরের মাঠে অভিষেক রাঙিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্সে। এবার ঘরের বাইরে ধ্রুপদী কিছু দেওয়ার পালা।
দিল্লি/ইয়াসিন/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/2WB9ULv
0 comments:
Post a Comment