
শ্রমিক ছাঁটাই: আশুলিয়ায় শ্রমিক নেতাকে মারধর
সাভার প্রতিনিধিসাভারের আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের কারণ জানতে চাওয়ায় টেক্সটাইল গার্মেন্টস ওয়ারর্কার্স ফেডারেশনের ঢাকা জেলা কমিটির সভাপতি মিজান রহমানকে পিটিয়ে আহত করেছে একটি পোশাক কারখার মালিক কর্তৃপক্ষ।
রোববার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার হোয়াইট সুয়েটার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হঠাৎ তিন শ্রমিককে এক দিনের নোটিশে ছাঁটাই করে হোয়াইট সুয়েটার লিমিটেড নামক একটি পোশাক কারখানার কর্তৃপক্ষ। পরে আজ সন্ধ্যায় শ্রমিক নেতা মিজার ছাঁটাইয়ের কারণ জানার জন্য ওই পোশাক কারখানায় আসেন। এসময় কারখানার ভেতরে প্রবেশ করে কারণ জানার চেষ্টা করলে মালিক বকুল ভূঁইয়া ও আলম ভূঁইয়াসহ অজ্ঞাত ৪/৫ জন ব্যক্তি তাকে মারধর করে। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই শ্রমিক নেতা উদ্ধার করে।
আহত শ্রমিক নেতা মিজান জানান, হঠাৎ কোনো কারণ ছাড়াই তিন শ্রমিকে ছাঁটায়ের ঘটনা জানতে পেরে ওই কারখানায় আসি। পরে ওই কারখানার প্রবেশ করে কারণ জানতে চাইলে তারা আমাকে মারধর করে।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহত শ্রমিক নেতাকে উদ্ধার করে। এঘটনায় বকুল ভূঁইয়া ও আলম ভূঁইয়া নামে দুই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহত ওই শ্রমিক নেতা।
সাভার/আরিফুল ইসলাম সাব্বির/নাসিম
from Risingbd Bangla News https://ift.tt/33jY3Dc
0 comments:
Post a Comment