বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ফরিদপুর প্রতিনিধিফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরে ভাঙ্গা উপজেলার সদরদীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২জন।
মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সজিবুর রহমান রাইজিংবিডিকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের এক বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ফরিদপুর/টিটো/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/33hDnLZ
0 comments:
Post a Comment