
প্রশ্ন উঠেছে- কে এই অভিনেত্রী?
বিনোদন ডেস্কবলিপাড়ায় হঠাৎ শোরগোল। অনেকেই চিনতে পারছেন না তাকে। মেকআপের কারণে বদলে গেছে মুখের আদল। শরীরে মেদও জমেছে। কিন্তু হিন্দি সিনেমার নায়িকার শরীরে মেদ কল্পনাও করা যায় না! প্রশ্ন উঠেছে- কে এই অভিনেত্রী? অবশেষে জানা গেল তার নাম।
‘বলিউড কুইন’খ্যাত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। অভিনয় গুণে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। নানা ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরতে পছন্দ করেন এই অভিনেত্রী।
প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ সিনেমার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত কঙ্গনা। আজ টুইটারে প্রকাশিত হয়েছে সিনেমার ফার্স্ট লুকের পোস্টার। প্রথম দেখায় এই অভিনেত্রীকে চিনতে পারা বেশ কঠিন। অনেকে ফটোশপ করা ছবি ভেবেছিলেন। তবে পরবর্তী সময়ে ইউটিউবে প্রকাশিত ফাস্ট লুকের ভিডিও দেখে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।
‘থালাইভি’ সিনেমায় জয়ললিতার অভিনেত্রী জীবন এবং পরে রাজনৈতিক জীবন তুলে ধরা হবে। এতে কঙ্গনার মেকআপ করেছেন হলিউডের ‘ক্যাপ্টেন মার্ভেল’ ও ‘ব্লেড রানার’-এর মতো জনপ্রিয় সিনেমার মেকআপ আর্টিস্ট জসন কলিন্স। ২০২০ সালের জুন মাসে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
ঢাকা/ফিরোজ/তারা
from Risingbd Bangla News https://ift.tt/37rwGul
0 comments:
Post a Comment