
পথভোলা মাদ্রাসা ছাত্রকে ফিরে পেল স্বজনরা
হবিগঞ্জ সংবাদপদাতাহবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর শিল্প এলাকা থেকে পথভোলা মাদ্রাসা ছাত্র সাহাব উদ্দিন আব্দুল্লাহ (১২) কে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন সাহাব উদ্দিন আব্দুল্লাহর মামা আনোয়ার হোসেন ও খালা নাজমা বেগমের হাতে তুলে দেন।
সাহাব উদ্দিন আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাহেদনগর গ্রামের বাসিন্দা ফুল মিয়ার ছেলে। সে নবীনগর হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করে। লেখাপড়ার চাপে সে পালিয়ে শায়েস্তাগঞ্জে চলে যায়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে পথ ভুল করে সাহাব উদ্দিন আব্দুল্লাহ অলিপুরে অবস্থান করছিল। আব্দুল্লাহকে একা দেখে লোকজন তার নাম ঠিকানা জানতে চায়। সে তার নাম ছাড়া কিছুই বলতে পারছিল না। বিষয়টি আমাকে জানানোর পর এ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে আমরা বিভিন্নভাবে চেষ্টা চালাই। মিডিয়াতে এ ব্যাপারে সংবাদ প্রকাশ হয়। অবশেষে সঠিক প্রমাণ সাপেক্ষে স্বজনদের হাতে আবদুল্লাহকে তুলে দেই।
হবিগঞ্জ/মামুন চৌধুরী/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/37xycea
0 comments:
Post a Comment