
কার্তিকের ঈর্ষা
বিনোদন ডেস্কবলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। প্রায় এক দশকের অভিনয় ক্যারিয়ার। পেয়ার কা পঞ্চনামা, পেয়ার কা পঞ্চনামা-টু, সোনু কে টিটু কি সুইটি, লুকাচুপি’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।
বর্তমানে বেশ ভালো সময় পার করছেন কার্তিক। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অভিনেতা রণবীর কাপুরকে ঈর্ষা করেন তিনি।
কার্তিক আরিয়ান বলেন, আমরা নিজস্ব অবস্থান থেকে পছন্দ মতো সিনেমায় কাজ করছি। আমাদের পথচলাতেও ভিন্নতা রয়েছে। তবে সবাই কঠোর পরিশ্রমে বিশ্বাসী। এই একটি জায়গায় আমাদের সবার মিল রয়েছে, যা আমাদের এক করে রাখে। পরস্পরকে কাজের ব্যাপারে অনুপ্রাণিত করি। রণবীর কাপুর এমন একজন অভিনেতা, যার কাজের ধরন অসাধারণ। তার সিনেমা নির্বাচনের বিষয়টি আমাকে ঈর্ষান্বিত করে।
সোনু কে টিটু কি সুইটি’র সাফল্যের পর একটি সিনেমার জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছিলেন কার্তিক। সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এই অভিনেতা বলেন, কারণ আমার সিনেমাটির বিষয়বস্তু পছন্দ হয়নি। মনে হয়েছে, সিনেমাটি খুব বেশি ব্যবসা করবে না। সিনেমা পছন্দ করা অথবা ফিরিয়ে দেয়ার বিষয়ে আমার কোনো অনুশোচনা নেই।
পতি পত্নী অউর ওহ সিনেমার শুটিং শেষ করে ভুল ভুলাইয়া-টু’র শুটিং শুরু করেছেন কার্তিক। খুব শিগগির দোস্তানা-টু সিনেমার কাজও শুরু করবেন।
ঢাকা/মারুফ/তারা
from Risingbd Bangla News https://ift.tt/2PJOEBE
0 comments:
Post a Comment