
সাত মিনিটের ঝড়ে হারল বার্সা
ক্রীড়া ডেস্কউয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষের ম্যাচের দুস্মৃতি যেন সিওতাত ডি ভ্যালেন্সিয়াতে ফিরে এসেছিল বার্সেলোনার জন্য। অলরেডদের বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকা বার্সেলোনা ফিরতি লেগে হেরে বসলো ৪-০ ব্যবধানে! শনিবার তেমনই এক দুঃস্মৃতির সাক্ষী হয়েছে বার্সার সমর্থকরা। লেভান্তের বিপক্ষে ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল কাতালানরা। কিন্তু ৬১ থেকে ৬৮ মিনিটের মধ্যে তিন-তিনটি গোল হজম করে হার মেনেছে ৩-১ ব্যবধানে!
গেল সপ্তাহে রিয়াল ভালাদোলিদকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল বার্সেলোনা। যা ছিল সব ধরনের প্রতিযোগিতায় তাদের টানা সপ্তম জয়। শনিবার ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে লিওনেল মেসি গোল করলে লেভান্তের বিপক্ষে দুর্দান্ত শুরুও করে তারা। কিন্তু ইনজুরিতে পড়ে লুইস সুয়ারেজ মাঠ ছাড়ার পরই তাদের সমস্যা শুরু হয়।
দ্বিতীয়ার্ধে মাত্র ৭ মিনিটের ব্যবধানে তারা তিন-তিনটি গোল হজম করে। এই সময়ের মধ্যে লেভান্তে প্রথমবারের মতো অন টার্গেটে তিনবার শট নেয়। অবিশ্বাস্যভাবে তিনটিতেই গোল হয়।
ম্যাচের ৬১ মিনিটে হোসে ক্যাম্পানা ক্ষীপ্রগতির পাল্টা আক্রমণে গোল করে সমতা ফেরান ম্যাচে। ৬৩ মিনিটে রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার বোরজা মায়োরাল বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন বাঁকানো শটে বল জালে জড়ান। তাতে এগিয়ে যায় লেভান্তে। ৬৭ মিনিটে নেমাঞ্জা রাদোজা ফ্রি কিক থেকে উড়ে আসা বলে দুর্দান্ত এক ভলিতে গোল করে লেভান্তেকে এগিয়ে নেন ৩-১ ব্যবধানে। অবশ্য এরপর লিওনেল মেসি লেভান্তের জালে আরো একবার বল জড়িয়েছিলেন। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তথা ভিএআর রিভিউতে সেটি বাদ যায় অফসাইডের দোষ্টে দুষ্ট হয়ে। তাতে ৩-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।
স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে এটা বার্সেলোনার তৃতীয় হার। যদিও ১১ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে এখনো তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। তবে সমান পয়েন্ট নিয়ে বার্সাকে চোখ রাঙাচ্ছে রিয়াল মাদ্রিদ। তারা কেবল গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে। সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ২১ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদও তপ্ত নিঃশ্বাস ছাড়ছে রিয়াল-বার্সার ঘাড়ে। সেভিয়াও ২১ পয়েন্ট নিয়ে রিয়াল-বার্সাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের দাবিদার হয়ে উঠার অপেক্ষায় আছে। ঘরের মাঠে সবশেষ চার ম্যাচের তিনটিতেই জয় পাওয়া লেভান্তে ১৭ পয়েন্ট সংগ্রহ করে উঠে এসেছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে।
ঢাকা/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/2C5wORw
0 comments:
Post a Comment