One can get information of Technology, Online income info, Health, Entertainment, Cooking & Recipe, Bye & Sale, Sports, Education, Exclusive news and many more in single bundle. ভান্ডার 24 থেকে আপনি পাচ্ছেন টেকনোলজি ইনফরমেশন, অনলাইনে ইনকাম ইনফরমেশন, হেলথ, এন্টারটেইনমেন্ট, কুকিং & রেসিপি, কেনা বেচা, স্পোর্টস, এডুকেশন, এক্সক্লুসিভ নিউজ ও আরো অনেক কিছু |

Saturday, November 2, 2019

দিল্লির ভ্রমণ সঙ্গী যখন বিসিবি বস

দিল্লির ভ্রমণ সঙ্গী যখন বিসিবি বস

দিল্লি থেকে ইয়াসিন হাসান

দিল্লিতে দ্বিতীয়বার এলাম। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ কভার করতে এসেছিলাম প্রথমবার। তবে ওই দিল্লি আর এই দিল্লির মধ্যে অনেক তফাৎ।

বিমান বাংলাদেশের উড়োজাহাজ ৪০ হাজার ফুট ওপর দিয়ে ঢাকা থেকে দিল্লি উড়ে আসে। ঢাকার আকাশ ছিল ফকফকা। দিল্লির আকাশ কালো ধোঁয়ায় ঢাকা। ভারতের রাজধানী রীতিমতো গ্যাস চেম্বার। বিমান যত নিচে নামছিল ধোঁয়ার উৎপাত ততো বাড়ছিল। বিমান থেকে নামতে হলো মাস্ক পড়ে। ইন্ডিগো এয়ার লাইন্সের বিমানে দিল্লি যাবার কথা ছিল।  উদ্দেশ্য বাংলাদেশ ভারত সিরিজ কভার করা। কিন্তু হুট করে সিদ্ধান্ত বদলে টিকিট কাটলাম বাংলাদেশ বিমানে। পেছনে বড় কারণ ছিল সেই কথা আর নাই বাড়ালাম। বিমান বাংলাদেশের ফ্লাইটে উঠে বিশাল লাভ হলো। সফরসঙ্গী হিসেবে পাওয়া গেল বিসিবি বস নাজমুল হাসান পাপনকে।

আগের রাতে তার পদত্যাগের ভুয়া খবরের তোড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢোকা যাচ্ছিল না। সেই তিনি এখন দলের সঙ্গে যোগ দিতে দিল্লিতে। তার এখানে আসার কথা ছিল না। গতরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ক্রিকেটারদের খোঁজ-খবর নেওয়ার পর নাজমুল হাসানকে দিল্লি আসার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দলের সিনিয়র ক্রিকেটার মাশরাফি, সাকিব ও তামিম নেই। মাহমুদউল্লাহর নেতৃত্বে ও মুশফিকের উপস্থিতিতে প্রায় এক ঝাঁক তরুণ দল নামছে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে। ছেলেদের চাঙ্গা, চনমনে ও প্রাণবন্ত রাখতে নাজমুল হাসানকে দিল্লি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।

বিজনেস ক্লাসের প্রথম আসনে বসে এ কথাগুলোই বলছিলেন বিসিবি বস। তার সঙ্গী হয়েছেন প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান, নির্বাচক কমিটির দুই সদস্য মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার এবং আতাহার আলী খান। সিরিজে ধারাভাষ্য দিতে আতাহার এসেছেন দিল্লিতে।

নাজমুল হাসানের ফুসফুসের সমস্যা৷ ধুলোবালি এড়িয়ে যেতে সব সময় তাকে মাস্ক ব্যবহার করতে বলেছেন ডাক্তার। সেখানে 'দূষিত' দিল্লিতে তার আগমণ অনেকটাই কঠিনতম সিদ্ধান্ত। না আসলে কি হতো? প্রশ্ন জাগছে মনে? জেগেছিল আমারও! উত্তর দিয়েছেন বোর্ড সভাপতি, 'ছেলেরা অনেকদিন পর মাঠে নামছে। বুস্ট আপ করতে হবে। আমি থাকা মানে ওরা একটু নির্ভার থাকা। আমার কঠিন ফুসফুসের সমস্যা। সব সময়ই আমার কাঁশি থাকে। তারপরও এলাম যদি ওরা একটু...।’

কোন ক্রিকেটারের দিল্লির দূষণে কি সমস্যা হচ্ছে সেই খোঁজ খবরও রেখেছেন ঢাকায় বসে, 'শুনলাম কার নাকি চোখ জ্বলছে। কার কাঁশির সমস্যা হচ্ছে। এগুলো সামনে থেকে একটু খোঁজ রাখতে যাচ্ছি।'

বিমানে আড়াই ঘন্টার ফ্লাইটে বোর্ড সভাপতি প্রায় ডজন খানেক সেলফির আবদার মিটিয়েছেন। এটা ওটা খেয়েছেন আর আড্ডায় কাটিয়েছেন। ডানপাশের আকরাম ও বাঁম পাশের মিনহাজুল ও পেছনে থাকা হাবিবুল বাশারের সঙ্গে দল নিয়ে কথা বলেছেন এমন কথাও শোনা গেল প্রধান নির্বাহীর মুখে। তাইতো বিজনেস ক্লাস থেকে ইকোনমি ক্লাসে ঘুরতে আসা হাবিবুলের কাছে প্রথম টি-টোয়েন্টির একাদশ জানতে চাইলে চেনা হাসি দিয়ে বোর্ড সভাপতির দিকে ইঙ্গিত দেন!

বিমানবন্দর থেকে বের হয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার কথা ছিল।  কিন্তু ভিআইপি ও নন ভিআইপির মিস টাইমিংয়ে তা গড়বড় হয়ে যায়। প্রথম টি-টোয়েন্টি শেষে নাজমুল হাসান দেশে ফিরবেন। আবার আসবেন নাগপুরে৷ আইসিসির সভাপতি শশাঙ্ক মনোহার তার বাসভবনে ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন বোর্ড সভাপতিকে। দল ভালো কিছু করলে নাগপুর সফর মন্দ হবে না নাজমুল হাসানের।


দিল্লি/ইয়াসিন/আমিনুল/নাসিম



from Risingbd Bangla News https://ift.tt/2NylPFS
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Unordered List

Text Widget

Pages

Blog Archive

3i Template IT Solutions. Powered by Blogger.

Text Widget

Copyright © ভান্ডার 24 | Powered by 3i Template IT Solutions