
ছুরিকাঘাতে ইজিবাইক চালক খুন
নিজস্ব প্রতিবেদকনারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে হারুন নামে এক ব্যাটারি চালিত ইজিবাইক চালক খুন হয়েছে।
শনিবার রাতে উপজেলার বক্তাবলী খেয়াঘাট এলাকায় এঘটনা ঘটে। নিহত হারুন জামালপুর জেলার ফুলপুর থানার বাষট্রি গ্রামের ইমাম হোসেনের ছেলে।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন রাইজিংবিডিকে জানান, রাতে বাসা থেকে বন্ধুদের সঙ্গে ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে বের হয় সে। রাতে বক্তাবলী খাট এলাকাতে আসলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
নারায়ণগঞ্জ/রাকিব/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2QMHWvs
0 comments:
Post a Comment