
ভারতের মিডিয়ায় বাংলাদেশের জয়
ক্রীড়া ডেস্কসাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে ক্রিকেট লড়াই মানেই বাড়তি উত্তেজনা। সেটা যেমন বাংলাদেশের দর্শক-সমর্থকদের মধ্যে, তেমনি ভারতেরও। অনেকে বিষয়টিকে ভারত-পাকিস্তানের লড়াইয়ের জায়গা দখল করছে বলেও আখ্যা দিচ্ছেন। অবশ্য ভারতের বিপক্ষে বার বার আশা জাগিয়ে শেষ মুহূর্তে গিয়ে হার মানে বাংলাদেশ। এটাই যেন অলিখিত নিয়তি।
অবশ্য সেই নিয়তির শিকল রোববার রাতে ভেঙেছেন মুশফিকুর রহিম। আগের আট ম্যাচের আটটিতেই হেরে নবম ম্যাচে এসে ভারতের বিপক্ষে জয়ের স্বাদ নিয়েছেন। বাংলাদেশের সবগুলো পত্রিকায় আজ প্রথম পাতায় স্থান পেয়েছে টাইগারদের জয়ের নিউজ। ব্যতিক্রম হয়নি ভারতের সংবাদমাধ্যমগুলোর বেলায়ও। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের সবগুলো পত্রিকাতেই স্থান পেয়েছে বাংলাদেশের জয়ের নিউজ। প্রায় সবগুলো পত্রিকাই মুশফিকুর রহিমকে শিরোনামে টেনেছে।
পশ্চিমবঙ্গের আনন্দনবাজার পত্রিকা তাদের স্বভাবসুলভ শিরোনাম করেছে, ‘ভাঙাচোরা দল নিয়েও এই প্রথম ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে জিতলো বাংলাদেশ’।
আরেক পত্রিকা এই সময় মুশফিকের প্রশংসা করে শিরোনাম করেছে, ‘অনবদ্য মুশফিকুর, এই প্রথম T20- তে বাংলাদেশের কাছে হার ভারতের!’
বর্তমান পত্রিকা শিরোনাম করেছে, ‘মুশফিকুরের কাছে হার মানল টিম ইন্ডিয়া’।
ভারতের জনপ্রিয় টাইম অব ইন্ডিয়া মুশফিককে টেনে শিরোনাম করেছে, ‘Mushfiqur Rahim guides Bangladesh to maiden T20I win against India. (মুশফিকুর রহিম ভারতের বিপক্ষে বাংলাদেশকে প্রথম টি-টোয়েন্টি জয় এনে দিলেন’।
আরেক পত্রিকা এনডিটিভি মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের আলিঙ্গনের ছবি দিয়ে শিরোনাম করেছে, ‘Mushfiqur Rahim Stars As Bangladesh Register First-Ever T20I Win vs India. (ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়ে তারকা মুশফিকুর রহিম।’
দ্য হিন্দু পত্রিকাও প্রায় এনডিটিভির মতো শিরোনাম করেছে, ‘India vs Bangladesh 1st T20 | Mushfiqur Rahim stars in Bangalesh’s first win over India in T20Is. (ভারত বনাম বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি || টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ে মুশফিকুর রহিম তারকা।’
হিন্দুস্থান টাইমস লিখেছে, ‘India vs Bangladesh: Mushfiqur Rahim guides visitors to historic win in Delhi T20I (ভারত বনাম বাংলাদেশ : দিল্লিতে টি-টোয়েন্টিতে সফরকারীদের ঐতিহাসিক জয় এনে দিলেন মুশফিক।’
ঢাকা/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/2PF9ZfL
0 comments:
Post a Comment