
শ্বশুরের ঠিক করা পাত্রীকে বিয়ে না করায়...
পিরোজপুর সংবাদদাতাশ্বশুরের ঠিক করা পাত্রীকে বিয়ে করেনি পুত্রবধূর ভাই। তাই পুত্রবধূর ওপর নেমে আসে শ্বশুর বাড়ির নির্মম নির্যাতনের খড়গ। শেষ পর্যন্ত প্রাণটাই হারাতে হয়েছে এই পুত্রবধূকে।
ঘটনাটি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার লাহুরি গ্রামের।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার পুত্রবধূ শিরিন আক্তার (২৬) এর ভাই আলী খানের সাথে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের গোবিন্দপুর গ্রামের এক পাত্রীর সাথে বিয়ে হয়। কিন্তু আলী খানের বিয়ের জন্য অন্যত্র পাত্রী ঠিক করে রেখেছিলেন শিরিনের শ্বশুর মোসলেম সরদার। কিন্তু সেই পাত্রীকে বিয়ে না করে নিজের পছন্দ করা পাত্রীকে বিয়ে করায় ক্ষুব্ধ হন মোসলেম সরদার। ভাইয়ের কৃতকর্মের জন্য সব রোষ ঢালেন বোনের উপর। পুত্রবধূর ওপর চলে শ্বশুর, শাশুড়ি ও স্বামীর নির্যাতনের স্টিম রোলার।
মোসলেম সরদারের ঠিক করা পাত্রীর সাথে বিয়ে না হওয়ায় বিয়ের দিন থেকেই শ্বশুর বাড়িতে গৃহবন্দী করে খাওয়া-দাওয়া বন্ধ করে শিরিনের উপর শুরু হয় অমানবিক নির্যাতন। নির্যাতনের একপর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় দুই সন্তানের জননী শিরিন মারা যান ।
এ ঘটনার পর থেকে নিহতের স্বামী মনির সরদার (৩০), শ্বশুর মোসলেম সরদার (৫৮) ও শাশুড়ি জবেদা বেগম (৫০) পলাতক রয়েছেন।
শিরিনের চাচা কবির হোসেন বলেন, ‘শিরিনকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কেউ তাকে সাহায্য করতেও যেতে পারে নাই। স্থানীয়ভাবে শালিশ মিমাংসার মাধ্যমে বুধবার শিরিনকে বাবার বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই শিরিনকে মেরে ফেলেছে তারা।’
ইন্দুরকানী থানার ইন্সপেক্টর তদন্ত মাহাবুবুর রহমান বলেন, ‘গৃহবধূ শিরিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। শিরিনের স্বামী, শ্বশুর ও শাশুড়ি পলাতক রয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ উদ্ধার করা হয়েছে। মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।’
পিরোজপুর/ কুমার শুভ রায়/টিপু
from Risingbd Bangla News https://ift.tt/2rjMzT1
0 comments:
Post a Comment