One can get information of Technology, Online income info, Health, Entertainment, Cooking & Recipe, Bye & Sale, Sports, Education, Exclusive news and many more in single bundle. ভান্ডার 24 থেকে আপনি পাচ্ছেন টেকনোলজি ইনফরমেশন, অনলাইনে ইনকাম ইনফরমেশন, হেলথ, এন্টারটেইনমেন্ট, কুকিং & রেসিপি, কেনা বেচা, স্পোর্টস, এডুকেশন, এক্সক্লুসিভ নিউজ ও আরো অনেক কিছু |

Friday, January 31, 2020

ভোট দিলেন ইশরাক হোসেন

ভোট দিলেন ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক

ভোট দিলেন ঢাকা দক্ষিণ সিটির বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে গোপীবাগের আর কে মিশন রোডে শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ভাই ইশফাক হোসেন।

ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনসহ সাতজন মেয়র পদের জন্য লড়ছেন। কাউন্সিলর পদে ৩৩৫ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে নারী প্রার্থী হয়েছেন ৮২ জন। দক্ষিণে মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন।



ঢাকা/সাওন/ইভা



from Risingbd Bangla News https://ift.tt/2RMO7je
Share:

মহাখালীর কেন্দ্রগুলোতে বিএনপির এজেন্ট নেই

মহাখালীর কেন্দ্রগুলোতে বিএনপির এজেন্ট নেই

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালীর তিন ভোটকেন্দ্রে বিএনপির কোনো এজেন্ট নেই।

শনিবার সকালে মহাখালী টিঅ‌্যান্ডটি উচ্চ বিদ্যালয়, মহাখালী মহিলা কলেজ ও তিতুমির সরকারি কলেজ কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে।

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা রাইজিংবিডিকে জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে কোনো এজেন্ট দেয়া হয়নি।

সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত তিনটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি খুব কম।

মহাখালী টিঅ‌্যান্ডটি মহিলা কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. কামরুল আলম রাইজিংবিডিকে বলেন, বিএনপির প্রার্থী আগের দিন জানিয়েছে, এজেন্ট দেবে। সকালে তাদের একজন এখানে এলেও, এখন নেই।

সকাল সোয়া ৯টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনায় খবর পাওয়া যায়নি।


ঢাকা/আসাদ/মেহেদী/রফিক



from Risingbd Bangla News https://ift.tt/36NKZrB
Share:

দ্বিতীয় দিনের খেলা শুরু

দ্বিতীয় দিনের খেলা শুরু

ক্রীড়া প্রতিবেদক

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগ মাঠে গড়িয়েছে শুক্রবার। প্রথম রাউন্ড মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। প্রথম দিন ওয়ালটন সেন্ট্রাল জোন সবকটি উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে। জবাবে ইস্ট জোন ব্যাট করতে নেমে ২ বল খেলার পরই আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হয়। সেখান থেকে আজ শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন)

ওয়ালটন সেন্ট্রাল জোন : ২১৩/১০

ইসলামী ব্যাংক ইস্ট জোন : ৪/০ (২ ওভারে)



ঢাকা/আমিনুল



from Risingbd Bangla News https://ift.tt/2RLTkrv
Share:

বাংলায় ফিরে আসছেন নবাব সিরাজউদ্দৌলা

বাংলায় ফিরে আসছেন নবাব সিরাজউদ্দৌলা

রাবি সংবাদদাতা

সিংহাসনে বসে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা।

দুপাশে উপস্থিত ব্রিটিশ সেনাপতি লর্ড ক্লাইভ, মীর জাফর, উমিচাঁদ, রাজবল্লভ, মানিকচাঁদসহ পেয়াদা সেবকরা।

এমন রাজকীয় পরিবেশে ঘোষণা পাঠ করছেন নবাব। ঘোষণা করলেন, বাংলার মাটিতে আবারো ফিরে আসবেন তিনি।

শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে নাট্যকলা বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাটকীয়ভাবে এসব তথ্য তুলে ধরেন অভিনয়শিল্পীরা।

বিখ্যাত নাট্য রচয়িতা সিকান্দার আবু জাফরের নাটক ‘সিরাজউদ্দৌলা’ অবলম্বনে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ অন্তর্বর্তী যাত্রাপালা ‘পলাশী পুরাণ’ আয়োজন করেছে। আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে যাত্রাপালাটি মঞ্চস্থ হবে।

‘পলাশী পুরাণ’ এর যাত্রারূপ ও নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. রহমান রাজু। বিভাগের ১৮তম ব্যাচের বার্ষিক প্রযোজনার অংশ হিসেবে ও ‘মুজিব শতবর্ষ’ কে নিবেদন করে যাত্রাপালাটি মঞ্চায়িত হবে।

এদিন সন্ধ্যা পৌনে ৬টায় যাত্রার কনসার্ট শুরু হবে। আর পালা শুরু হবে সন্ধ্যা ৭টায়। যাত্রাপালার জন্য তিন ধরনের টিকিট ছাড়া হয়েছে। প্রথম সারি ‘আরামকেদারা’র বিনিময় মূল্যের জায়গায় লেখা হয়েছে ‘টাকা শ পাঁচেক’। দ্বিতীয় সারির টিকিট ‘সাধারণ কেদারা’ এর বিনিময় মূল্য ‘টাকা শ খানেক’। আর যারা মাটিতে বসে এ যাত্রাপালা উপভোগ করবেন তাদের টিকিটের নাম দেওয়া হয়েছে ‘বাংলার মাটি’। এর বিনিময় মূল্য ত্রিশ টাকা।

রাবি উপাচার্য, উপ-উপাচার্য, রাজশাহী জেলার প্রশাসক প্রমুখ ব্যক্তিবর্গ দর্শক হিসেবে যাত্রাপালা উপভোগ করার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


শাহিনুর/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/2vHcrdJ
Share:

বিয়ে করলেন ‘নেতাজি’ অভিনেত্রী দেবপর্ণা

বিয়ে করলেন ‘নেতাজি’ অভিনেত্রী দেবপর্ণা

বিনোদন ডেস্ক

কয়েকদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায়।

এবার বিয়ে করলেন কলকাতার টিভি অভিনেত্রী দেবপর্ণা চক্রবর্তী। দীর্ঘদিনের বন্ধু শুভ্রজ্যোতি পাল চৌধুরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি।

বরের সঙ্গে ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই অভিনেত্রী লিখেছেন, নতুনভাবে পথচলা শুরু। সাক্ষী রইল অগ্নি, আমাদের ভালোবাসার। ভালো রাখব আমি তোমায়, আগলে রাখবে তুমি এই ভালোবাসা; জানি। ভালো থাকার প্রতিজ্ঞা, আমাদের গল্প শুরুর পালা। মিসেস দেবপর্ণা শুভ্রজ্যোতি পাল চৌধুরী হিসেবে আপনাদের সামনে হাজির হলাম।

বিয়ের আগে আইবুড়ো ভাত, মেহেদী ও সংগীত অনু্ষ্ঠানও হয়েছে। সামাজিক যোগাযোগামধ্যমে প্রকাশ পেয়েছে এর ছবি ও ভিডিও। নতুন জীবনের শুভকামনা জানাচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা। এর আগে গত ডিসেম্বর বাগদান সারেন দেবপর্ণা-শুভ্রজ্যোতি।

জি-বাংলার ‘নেতাজি’ টিভি ধারাবাহিকের মাধ্যমে বেশ পরিচিত মুখ দেবপর্ণা। এই ধারাবাহিকের অনুপমা থুড়ি চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া ‘ত্রিনয়নী’ সিরিয়ালে সুধা চরিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।


ঢাকা/মারুফ



from Risingbd Bangla News https://ift.tt/2OjmbBn
Share:

এসএসসি পরীক্ষার্থী হত‌্যা: ২৫ জনের নামে মামলা

এসএসসি পরীক্ষার্থী হত‌্যা: ২৫ জনের নামে মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়ায় দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত হবার ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে এক হত্যা মামলা করা হয়েছে। এতে আরো অজ্ঞাতকে ৫/৬ আসামি করা হয়।

শুক্রবার রাতে নিহতের মামা হাবিবুর রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, শুক্রবার রাতে সাবেক ইউপি সদস্য আজিজুর রহমানকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করে এক হত্যা মামলা করা হয়। মামলায় অজ্ঞাত আরো ৫/৬ কে আসামি করা হয়েছে। মামলা দায়েরে পর থেকে আসামিদের ধরতে অভিযান অব্যাহত রখেছে পুলিশ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে মোল্লা ও শেখ বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাবেক ইউপি সদস্য আজিজুর শেখ গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে রনি হাওলাদার ঘটনাস্থলে নিহত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হন।

পরে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বনগ্রাম পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়।

রনি হাওলাদার বনগ্রাম পূর্বপাড়া গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। এ বছর ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে তার অংশ নেয়ার কথা ছিলো।



বাদল/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/3915Zwz
Share:

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তাপস

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তাপস

জ্যেষ্ঠ প্রতিবেদক

ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নিজের ভোট প্রয়োগ করেন।

এ সময় তার স্ত্রী আফরিন তাপস উপস্থিত ছিলেন।



বিস্তারিত আসছে…

 

ঢাকা/পারভেজ/জেনিস



from Risingbd Bangla News https://ift.tt/2GH9RX8
Share:

শিক্ষার্থী ও নববধূর অস্বাভাবিক মৃত্যু

শিক্ষার্থী ও নববধূর অস্বাভাবিক মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে কয়েক ঘণ্টার ব্যবধানে স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও নববধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

শুক্রবারে এই দুই ঘটনা ঘটে।  শনিবার দুপুরে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের বারইখালীর ফকিরবাড়ি এলাকার সেলিম ফকিরের মেয়ে রাবেয়া আকতার (১২)। সে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

ও হোচলা গ্রামের গৃহবধূ সোনিয়া বেগম (১৯)। তিনি সাতবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে ও হোচলা গ্রামের জামাল ফরাজীর ছেলে রহিম ফরাজীর স্ত্রী।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ফেরিওয়ালার কাছ থেকে প্রসাধনী কেনার জন্য মায়ের কাছে ২০ টাকা চায় রাবেয়া। মা টাকা না দেয়ায় দুই প্রতিবেশীর কাছে ধর্ণা দিয়েও ২০ টাকা পায়নি সে। পরে আবারো মায়ে কাছে টাকার জন্য অনুনয় করে না পেয়ে মনের দুঃখে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

এদিকে ফকিরহাটে গৃহবধূ সোনিয়া বেগম (১৯) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে হোচলা গ্রামে শ্বশুরবাড়িতে এক সবেদা গাছের ডালের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করে।

গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনের দাবি, রাতের কোন এক সময় সকলের অজান্তে গাছের ডালের সঙ্গে গলাতে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম বলেন, সনিয়া কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এঘটনায় মডেল থানায় এক অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন‌্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

টুটুল/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/2GHNi4H
Share:

এজেন্ট প্রবেশে বাধা, অভিযোগ বিএনপির

এজেন্ট প্রবেশে বাধা, অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন ভোটকেন্দ্রে বিএনপির এজেন্টেকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের মিডিয়া সেল।

মিডিয়া সেল জানায়, হাজারীবাগ থানার ২২ নম্বর ওয়ার্ডে সালেহা হাই স্কুল কেন্দ্রে বিএনপির এজেন্টকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

শাহবাগের ২০ নম্বর ওয়ার্ডের প্রার্থী রফিকুল ইসলাম স্বপনের বরাত দিয়ে মিডিয়া সেল জানায়, শাহবাগের ওই ওয়ার্ডে কোনো এজেন্টকে ঢুকতে দেয়া হচ্ছে না।

মিডিয়া সেল আরো জানায়, সকাল থেকে এ পর্যন্ত প্রায় চল্লিশটি কেন্দ্র থেকে এজেন্ট প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ এসেছে।

১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সিরাজুল ইসলাম ও ১৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী জাহাঙ্গীর পাটোয়ারী এজেন্ট নিয়ে কেন্দ্রে গেলে তাদের ওপর হামলা করা হয়। হামলায় তারা দুজন আহত হয় বলে জানায় মিডিয়া সেল।

 

ঢাকা/সাওন/জেনিস



from Risingbd Bangla News https://ift.tt/2tlYhOk
Share:

তিন টেস্টের দল দেবে বিসিবি, অনিশ্চয়তায় মুশফিক

তিন টেস্টের দল দেবে বিসিবি, অনিশ্চয়তায় মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

মুমিনুল হককে বাংলাদেশের পরবর্তী তিন টেস্টের অধিনায়ক করা হচ্ছে।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ও পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের দল শিগগিরই ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন,  তিন টেস্টের জন্য মুমিনুল হককে অধিনায়ক করা হচ্ছে এবং ১৪ সদস্যের দল গঠন করা হচ্ছে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, ‘আগামী রবিবার দল ঘোষণা করা হবে। যেহেতু পর পর তিনটি টেস্ট, এ কারণে আমরা তিন ম্যাচের জন্য ১৪ জনের দল দেব।’

এদিকে হোম সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিককে না পাওয়ার শঙ্কার কথা জানিয়ে রেখেছেন মিনহাজুল আবেদীন।

‘মুশফিক ইনজুরিতে। হ্যামস্ট্রিং ইনজুরিতে বিসিএল খেলা হচ্ছে না তার। সে যদি সুস্থ হতে পারে এবং বিসিএলের দ্বিতীয় রাউন্ড খেলতে পারে তাহলে তাকে আমরা দলে নেব। ফিটনেস টেস্ট পাশ করে তাকে টেস্ট দলে থাকতে হবে।’

রোববার দল ঘোষণার কথা রয়েছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে দল রওনা হবে মঙ্গলবার। চলমান বিসিএলের প্রথম রাউন্ডের পারফরম্যান্সও মূল্যায়ন করবেন বলে জানিয়েছেন নির্বাচক।

‘আমরা বিসিএলের পারফরম্যান্সও কাউন্ট করব। তবে অভিজ্ঞতাকে অবশ্যই মূল্যায়ন করব। শেষ সিরিজে যারা দলে ছিল তাদেরও সুযোগ দেব।’

মুমিনুল হককে অধিনায়ক করার বিষয়ে মিনহাজুল আবেদীন বলেছেন, ‘আগের দুটো টেস্টের মতো আগামী তিন টেস্টেও মুমিনুলের হাতে অধিনায়কের দায়িত্ব থাকবে। আমরা ওর উপরই ভরসা রাখছি।’

পাকিস্তানে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেছেন, ‘ওখানকার কন্ডিশন কঠিন। আর পাকিস্তান দলে বেশ কিছু ভালো পেসার আছে। আমাদের কঠিন সংগ্রামেই পড়তে হবে।’


ঢাকা/ইয়াসিন/আমিনুল



from Risingbd Bangla News https://ift.tt/31kE1Jp
Share:

নতুন লুকে মিস্টার পারফেক্টশনিস্ট

নতুন লুকে মিস্টার পারফেক্টশনিস্ট

বিনোদন ডেস্ক

চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে সবকিছুই করেন অভিনেতা আমির খান। পর্দায় নিজেকে নিখুঁতভাবে উপস্থাপনের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নন তিনি। এজন্য বলিপাড়ায় তাকে ডাকা হয় ‘মিস্টার পারফেক্টশনিস্ট’।

আমিরের পরবর্তী সিনেমা লাল সিং চাড্ডা। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। কয়েকদিন আগে মুখ ভর্তি লম্বা দাড়িতে তার ছবি ভাইরাল হয়। এরপর তাকে ভারতীয় সৈনিকের পোশাকে পাঞ্জাবি সর্দার লুকে দেখা যায়। আবারো নিজের লুক পরিবর্তন করেছেন এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নতুন ছবিতে দেখা যাচ্ছে, এবার আমিরের মুখে কোনো দাড়ি নেই। পরনে ছাই রঙের টি-শার্ট। মাথায় নীল রঙের টুপি। ধারণা করা হচ্ছে, সিনেমার চরিত্রের প্রয়োজনেই আমিরের এই নতুন লুক।

টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ফরেস্ট গাম্প সিনেমার হিন্দি রিমেক লাল সিং চাড্ডা। জানা গেছে, এই সিনেমায় দেখা যাবে, আমির ৩০ বছর ধরে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সংস্কৃতিক কাজে অবদান রাখছেন, তবে সবই নিজের অজ্ঞাতসারে। 

লাল সিং চাড্ডা পরিচালনা করছেন আদভাইত চন্দন। এতে আমিরের বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর। আগামী ডিসেম্বরে এই সিনেমা মুক্তির কথা রয়েছে।


ঢাকা/মারুফ



from Risingbd Bangla News https://ift.tt/2UlTOpI
Share:

ভোট দিলেন তাবিথ আউয়াল

ভোট দিলেন তাবিথ আউয়াল

নিজস্ব প্রতিবেদক

ভোট দিলেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

শনিবার সকাল ৮টায় গুলশানের মানারাত ইন্টারন্যশনাল স্কুল অ‌্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিনি ভোট দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বাবা আবদুল আউয়াল মিন্টু, মা নাসরিন আউয়াল ও স্ত্রী সওসান ইস্কান্দার।

এবার সিটি নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে লড়ছেন তাবিথ আউয়ালসহ ছয়জন। এছাড়া, উত্তরে কাউন্সিলর পদে ২৫১ জন এবং সংরক্ষিত আসনে ৭৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার রয়েছেন ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন ও নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।


ঢাকা/সাওন/ইভা



from Risingbd Bangla News https://ift.tt/2UlTNlE
Share:

অবশেষে ব্রেক্সিট কার্যকর

৪৭ বছর সদস্য থাকার পর আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বের হয়ে গেছে যুক্তরাজ্য। তিন বছর আগে এক গণভোটে ব্রিটিশ জনগণের দেওয়া রায় অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার রাত ১১টায় (বাংলাদেশ সময় শনিবার ভোর পাঁচটায়) কার্যকর হয়েছে বহুল আলোচিত ব্রেক্সিট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ঐতিহাসিক এই মুহূর্তটিতে যুক্তরাজ্যে যেমন উৎসব হয়েছে তেমনি এর প্রতিবাদে বিক্ষোভও হয়েছে। প্রায় ৩ হাজার কোটি ব্রিটিশ পাউন্ড... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/36KTyn4
Share:

ভোট দিলেন আতিক ও তাবিথ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম উত্তরা নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন। উত্তরের বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল গুলশান-২ এর মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিয়েছেন। দুই প্রার্থীই শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় তাদের ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর আতিক বলেন, ‘আমার ইচ্ছা ছিল সকাল সকাল ভোট দেওয়ার। আমি দিয়েছি। সবার প্রথমে আমি ভোট দিয়েছি। সকাল... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/3b04PDh
Share:

তাপসকে ভোট দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি ভোট দিয়েছি। কাউন্সিল পদে শিলু ও বাবলাকে ভোট দিয়েছি। আমি দক্ষিণের ভোটার, তাপসকে ভোট দিয়েছি। আমরা আহ্বান করবো ঢাকাবাসীকে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য। ভোটের মধ্য দিয়ে নির্বাচিত... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2GGUT3z
Share:

হামলায় আহত দুই কাউন্সিলর পদপ্রার্থী

হামলায় আহত দুই কাউন্সিলর পদপ্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রতিপক্ষের হামলায় বিএনপি সমর্থিত দুই কাউন্সিলর পদপ্রার্থী আহত হয়েছেন।

শনিবার সকালে ভোটগ্রহণ শুরুর আগে তাদের ওপর হামলা করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেনের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, ১৬ নম্বর ওয়ার্ডে কাঠালবাগান খান হাসান স্কুলে কাউন্সিলর পদপ্রার্থী সিরাজুল ইসলামের ওপর হামলা করা হয়। এজেন্টদের নিয়ে কেন্দ্রে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়। পরে বিএনপির এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়।

অপরদিকে, ১৮ নম্বর ওয়ার্ডে ঢাকা কলেজ কেন্দ্রে এজেন্টসহ বিএনপি সমর্থিত প্রার্থীকে বের করে দেয়া হয়েছে। পরে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে যাওয়ার পথে ছাত্রলীগের কিছু নেতাকর্মী কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর পাটোয়ারীর ওপর হামলা করে। এতে তিনিসহ তিনজন আহত হন।


ঢাকা/সাওন/রফিক



from Risingbd Bangla News https://ift.tt/2uOlCsr
Share:

বিজিবির অভিযানে মাদকসহ ৩ যুবক গ্রেপ্তার

বিজিবির অভিযানে মাদকসহ ৩ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গাড বিজিবির মাদক বিরোধী অভিযানে মাদকসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে ৪৭ বিজিবির সদস্যরা।

শুক্রবার রাত ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ৪৭ বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক রফিকুল আলম।

গ্রেপ্তাররা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাদর্গার টলটলি পাড়ার জিনাত মণ্ডলের ছেলে টিপু সুলতান (৩৫), নাটোর সদর উপজেলার হাট লক্ষীপুরের পশ্চিমপাড়ার মৃত নওকেল আলীর ছেলে রফিকুল ইসলাম (২৫) এবং রাজশাহীর কাটাখালীর রাজশাহী চিনিকলের সাজিপাড়ার জিব্রাইলের ছেলে আব্দুল মতিন (২৮)।

বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক রফিকুল আলম জানান, শুক্রবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরের মহিষাকুন্ডি পূর্ব পাড়ায় মাদক বিরোধী অভিযান চালায় ৪৭ বিজিবির নায়েক রুহুল আমিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা। এসময় পাঁচ বোতল ফেনসিডিলসহ টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সহযোগী মোমিনুল ইসলাম (৩৫) ও আলমগীর হোসেন (২৫) পালিয়ে যায়।

অপরদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ মাঠ এলাকায় ৪৭ বিজিবির আশ্রায়ণ বিওপির টহল কমান্ডার হাবিলদার জামাল খাঁন মাদক বিরোধী অভিযান চালালে এক কেজি ৯শ গ্রাম গাঁজা এবং ২৪১৭ ভারতীয় রুপিসহ রবিউল ইসলাম (২৫) এবং আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়। এসময় মিলন (২৫) নামের তাদের এক সহযোগী পালিয়ে যায়।

তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামিদের দৌলতপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


কাঞ্চন/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/38YABPi
Share:

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

ক্রীড়া ডেস্ক

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেন

নারী একক

ফাইনাল

সরাসরি, দুপুর ২টা ৩০ মিনিট;

সনি সিক্স।

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

লেস্টার সিটি-চেলসি

সরাসরি, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট;

স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

লিভারপুল-সাউদাম্পটন

সরাসরি, রাত ৯টা;

স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

ম্যানচেস্টার ইউনাইটেড-উলভারহাম্পটন

সরাসরি, রাত ১১টা ৩০ মিনিট;

স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

স্প্যানিশ লা লিগা

রিয়াল মাদ্রিদ-অ্যাটলেটিকো মাদ্রিদ

রাত ৯টা, ফেসবুক লাইভ।

 

ঢাকা/আমিনুল



from Risingbd Bangla News https://ift.tt/3b0b366
Share:

ভোটগ্রহণ শুরু

ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঢাকার দুই সিটিতে মোট ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

প্রথমবারের মতো ঢাকা সিটি নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

এবার সিটি নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে লড়ছেন ছয়জন। কাউন্সিলর পদে ২৫১ জন এবং সংরক্ষিত আসনে ৭৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা দক্ষিণে সাতজন মেয়র পদের জন্য লড়ছেন। কাউন্সিলর পদে ৩৩৫ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে নারী প্রার্থী হয়েছেন ৮২ জন। দক্ষিণে ওয়ার্ড ৭৫টি।

ইসি সূত্রে জানা গেছে, দুই সিটিতে মোট ভোটার ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৮ লাখ ৪৩ হাজার ৮ জন ও নারী ভোটার ২৬ লাখ ২০ হাজার ৪৫৯ জন।

ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার রয়েছেন ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন ও নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি করপেটারেশনে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। যার মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১জন ও নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।

 

ঢাকা/হাসিবুল/ইভা



from Risingbd Bangla News https://ift.tt/2OkVSL8
Share:

সামান্থাকে ভক্তের অভিনব প্রেমের প্রস্তাব (ভিডিও)

সামান্থাকে ভক্তের অভিনব প্রেমের প্রস্তাব (ভিডিও)

বিনোদন ডেস্ক

একজন শিল্পীর কাছে তার ভক্তের ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য শিল্পীরাও ভক্তদের প্রতি বরাবরই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন। ভক্তের পাগলামির জন্য কখনো কখনো বিড়ম্বনায় পড়েন তারকারা। কখনো বিরক্ত হন, আবার কখনো তাদের কর্মকাণ্ডে মুগ্ধ হন। হলিউড, বলিউড কিংবা টলিউডে এমন উদাহরণ ভুরি ভুরি রয়েছে।

এবার দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনিকে অভিনব কায়দায় প্রেমের প্রস্তাব দিয়েছেন তারই এক ভক্ত। টুইটারে এক ভিডিও পোস্টের মাধ্যমে এ প্রস্তাব পাঠান ছেলেটি।

ভিডিওতে দেখা যায়—ডায়েরির পাতার মাঝে জানু লেখা। তার পাশে লাল রঙে একটি লাভ চিহৃ আঁকা। আর পুরো পাতাজুড়ে লেখা ‘আই লাভ ইয়ু’। একে একে ডায়েরির পাতা উল্টাতে থাকে ছেলেটি। প্রতিটি পাতায় একইভাবে একই কথা লেখা। ভিডিওটির ক্যাপশনে ছেলেটি লিখেছে—‘এটা লিখতে ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় লেগেছে। এজন্য আমার মা আমাকে তিরস্কারও করেছেন, তবু লেখা বাদ দিইনি। সামান্থা তোমার প্রতি আমার ভালোবাসা এমন পর্যায়ে পৌঁছেছে যে, কখনো তা শেষ হবে না।’

টুইটারে সামান্থাকে দেওয়া প্রেমের প্রস্তাব দৃষ্টি এড়ায়নি এই নায়িকার। বরং ভিডিওটি সামান্থা তার টুইটারে পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন—‘তোমার মা অবশ্যই আমার উপর রাগ করবে। এমন ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ। এখন পড়াশোনায় মনোযোগ দাও।’

গৌতম বাসুদেব মেননের তেলেগু রোমান্টিক-ড্রামা ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমার সেটে প্রথম দেখা হয় নাগা চৈতন্য এবং সামান্থার। এরপর প্রেমের সম্পর্কে জড়ান এই যুগল। ডুবে ডুবে দীর্ঘদিন জল খেলেও ২০১৭ সালে নাগা চৈতন্যর সঙ্গে প্রেমের বিষয়টি স্বীকার করেন সামান্থা। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

ভিডিও:

 

ঢাকা/শান্ত



from Risingbd Bangla News https://ift.tt/31exEqS
Share:

ভোটগ্রহণ শুরু

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় এই ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল চারটা পর্যন্ত। এর আগে, নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ইসি সবার সহযোগিতা চেয়েছে। একইসঙ্গে ভোটারদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে তাদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগেরও অনুরোধ করেছে... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2tiepjT
Share:

উহান থেকে বাংলাদেশিদের নিয়ে ঢাকার পথে বিমান

চীনের উহান থেকে ৩৬০ বাংলাদেশিকে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। স্থানীয় সময় শনিবার ৯টা ১০ মিনিটের দিকে বিমানের বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজটি দেশের পথে যাত্রা করে। দেশে ফেরার পর বাংলাদেশিদের প্রথমে কোয়ারেন্টাইনের জন্য কুর্মিটোলা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হবে।উহান থেকে আসা বাংলাদেশিদের বিমান থেকে নামিয়ে টার্মিনালের পরিবর্তে সরাসরি হজ ক্যাম্পে নিতে বিআরটিসি... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2RKeOVG
Share:

‘ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্পের পরিকল্পনা কখনও মেনে নেবে না তুরস্ক’

ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা কখনও মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এ ঘোষণা দিয়েছেন। রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন দল একে পার্টি-র প্রাদেশিক প্রধানদের এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।এরদোয়ান বলেন, ইসরায়েল ইতোমধ্যেই ফিলিস্তিনের যেসব ভূখণ্ড দখল করে... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/36RuJWF
Share:

Thursday, January 30, 2020

উত্তর প্রদেশে ১০ ঘণ্টা পর জিম্মিদশার অবসান, উদ্ধার ২৩ শিশু

ভারতের উত্তর প্রদেশে ২৩ শিশুকে জিম্মি রাখা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ। উদ্ধার করা হয়েছে সব শিশুকে। প্রায় ১০ ঘণ্টা চলে এই জিম্মিদশা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা জয়, সুভাষ বাথাম নামে ওই ব্যক্তি খুনের মামলায় অভিযুক্ত। সেসময় জামিনে মুক্ত ছিলেন। তার স্ত্রী, এক বছর বয়সীমেয়ে ও ২৩ জন শিশুকে জিম্মি রেখেছিলেন তিনি। পুলিশ তার সঙ্গে... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2S0hxcq
Share:

চীনে ফ্লাইট স্থগিত বাড়ছে, পর্যবেক্ষণে বাংলাদেশ

করোনা ভাইরাস আতঙ্কে চীনের সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করেছে বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো। বাংলাদেশ থেকে চারটি এয়ারলাইন্স সরাসরি চীন ও হংকংয়ে ফ্লাইট পরিচালনা করছে। তবে এই মুহূর্তেই বাংলাদেশ থেকে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক।বাংলাদেশ থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স, চায়না... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2OdtCtI
Share:

মেসির জোড়ায় কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

ইবিজার সঙ্গে ঘাম ছুটে যাওয়ার কথা ভোলেনি বার্সেলোনা। গত সপ্তাহেই তো কিকে সেতিয়েনে প্রথম হারের তেতো স্বাদ পান ভ্যালেন্সিয়ার মাঠে। জয়ে ফেরার বিকল্প কিছু ছিল না কাতালানদের সামনে। গতকাল বৃহস্পতিবার লিওনেল মেসির জোড়ায় ৫-০ গোলে লেগানেসকে হারিয়ে ছন্দে ফিরেছে বার্সা, একই সঙ্গে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালেও। লা লিগার তলানির দ্বিতীয় দল লেগানেস আগের ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছিল।... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2tcW3ka
Share:

করোনা ভাইরাস যুক্তরাষ্ট্রের চাকরির বাজার ফেরাবে!

করোনা ভাইরাস যুক্তরাষ্ট্রের চাকরির বাজার ফেরাবে!

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রোজ বলেছেন, চীনের প্রাণঘাতি করোনাভাইরাস যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে।

বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি মনে করি এটি উত্তর আমেরিকার চাকরির বাজার দ্রুত ফেরাবে।’

ফক্স বিজনেস নিউজে উইলবারের কাছে জানতে চাওয়া হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলবে কিনা।

জবাবে তিনি বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক, অতি সংক্রামক রোগটির ওপর দিয়ে বিজয় নিয়ে আমি কিছু বলতে চাই না। বিষয়টি হচ্ছে, যখন সরবরাহ চেইনের পুর্নবিবেচনার বিষয়টি আসে তখন এটি অন্যভাবে ব্যবসার সুযোগ করে দেয়। তাই আমি মনে করি এটি উত্তর আমেরিকায় চাকরি ফিরিয়ে দেওয়াকে দ্রুততর করবে।’

চীনে দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে। অনেক দেশই ইতোমধ্যে তাদের নাগরিকদের চীন থেকে ফিরিয়ে আনা শুরু করেছে। প্রাণঘাতি এই ভাইরাসটির কারণে দেশটির ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতিতেও ব্যাপক প্রভাব পড়ছে।


ঢাকা/শাহেদ



from Risingbd Bangla News https://ift.tt/2GCJj9N
Share:

বাংলাদেশ ক্রিকেট লিগ শুরু

বাংলাদেশ ক্রিকেট লিগ শুরু

ক্রীড়া প্রতিবেদক

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু হয়েছে আজ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সকালে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন সেন্ট্রাল জোন দলের প্রধান সমন্বয়ক ও ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম।

 

 

মিরপুরে মুখোমুখি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ওয়ালটন সেন্ট্রাল জোন ও মুমিনুল হকের ইসলামী ব্যাংক ইস্ট জোন। যদিও কুয়াশার কারণে নির্ধারিত সময় সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়নি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি নর্থ জোনের মুখোমুখি হয়েছে বিসিবি সাউথ জোন। টস জিতে সাউথ জোনকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নর্থ জোন।

 

 

জাতীয় দলের প্রায় সবাই খেলছেন এবারের বিসিএল। আগামী মাসের শুরুতে পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে বিসিএলকে।

ডাবল লিগের পরিবর্তে এবারের বিসিএল হচ্ছে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। ফাইনালের আগে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই খেলবে ফাইনাল। 

 

ঢাকা/পরাগ



from Risingbd Bangla News https://ift.tt/394TKz9
Share:

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কমিউনিটি পুলিশিংয়ের শীতবস্ত্র বিতরণ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কমিউনিটি পুলিশিংয়ের শীতবস্ত্র বিতরণ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

রাজশাহীতে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাসে ১২০ জন অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে তারা।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি, বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মো. সাদি, কমিউনিটি পুলিশিং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা রওনক রায়হান ও কমিটির সদস্যবৃন্দ।

কমিউনিটি পুলিশিং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুল মুন্না বলেন, ‘আমরা এই শীতে অসহায় মানুষকে খুশি করতে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেই, কমিটির সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও আমাদের অর্থ দিয়ে সহায়তা করে। সবার সহযোগিতায় প্রথমবার সফলভাবে শীতবস্ত্র বিতরণ করা সম্ভব হয়েছে। আমরা ভালো লাগা থেকে এসব কাজ করছি, ভবিষ্যতে এ শাখার কাজের পরিধি আরো বাড়বে।



বরেন্দ্র বিশ্ববিদ্যালয়/আতিক/মাহি



from Risingbd Bangla News https://ift.tt/317cDi3
Share:

Popular Posts

Recent Posts

Unordered List

Text Widget

Pages

Blog Archive

3i Template IT Solutions. Powered by Blogger.

Text Widget

Copyright © ভান্ডার 24 | Powered by 3i Template IT Solutions