
মহাখালীর কেন্দ্রগুলোতে বিএনপির এজেন্ট নেই
নিজস্ব প্রতিবেদকরাজধানীর মহাখালীর তিন ভোটকেন্দ্রে বিএনপির কোনো এজেন্ট নেই।
শনিবার সকালে মহাখালী টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয়, মহাখালী মহিলা কলেজ ও তিতুমির সরকারি কলেজ কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে।
সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা রাইজিংবিডিকে জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে কোনো এজেন্ট দেয়া হয়নি।
সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত তিনটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি খুব কম।
মহাখালী টিঅ্যান্ডটি মহিলা কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. কামরুল আলম রাইজিংবিডিকে বলেন, বিএনপির প্রার্থী আগের দিন জানিয়েছে, এজেন্ট দেবে। সকালে তাদের একজন এখানে এলেও, এখন নেই।
সকাল সোয়া ৯টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনায় খবর পাওয়া যায়নি।
ঢাকা/আসাদ/মেহেদী/রফিক
from Risingbd Bangla News https://ift.tt/36NKZrB
0 comments:
Post a Comment