
বড় জয়ে মাদ্রিদ ডার্বির প্রস্তুতি সারলো অপরাজিত রিয়াল
ক্রীড়া ডেস্কআগামী শনিবার লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর মুখোমুখি হবে রিয়াল। তার আগে কোপা ডেল রেতে রিয়াল জারাগোজাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ‘মাদ্রিদ ডার্বির’ প্রস্তুতি সারলো লস ব্লাঙ্কোসরা। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচ অপরাজিত রইলো জিনেদিন জিদানের শিষ্যরা।
কোপা ডেল রের শেষ ষোলোর ম্যাচে রিয়ালের ৪ গোল আসে চার খেলোয়াড়ের পা থেকে। দলটির হয়ে গোল করেন রাফায়েল ভারানে, লুকাস ভাসকেজ, ভিনসিয়াস জুনিয়র ও করিম বেনজেমা। এ জয়ে প্রতিযোগিতার শেষ আটে জায়গা করে নিল রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় স্প্যানিশ জায়ান্টরা। খেলার ৬ মিনিটে টনি ক্রুসের পাস থেকে বল জালে জড়ান ফরাসি ভারানে। দ্বিতীয় গোল আসে ম্যাচের ৩২ মিনিটে। এবারো গোলের উৎস জার্মান তারকা ক্রুস। এই জার্মানের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ভাসকেজ।
দ্বিতীয়ার্ধে রিয়াল জারাগোজার রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে লস ব্লাঙ্কোসরা। তবে ঠিক গোলটাই হয়ে উঠছিল না। অবশেষে ম্যাচের ৭২ মিনিটে হামেস রদ্রিগেজের থ্রো-ইন থেকে বল নিয়ে গোল করেন তরুণ ব্রাজিলিয়ান ভিনিসিয়ুয়াস জুনিয়র। এর ৭ মিনিট পরে দলের পক্ষে চতুর্থ ও ম্যাচের শেষ গোল করেন ফরাসি তারকা বেনজেমা।
ঢাকা/কামরুল
from Risingbd Bangla News https://ift.tt/2Ua1j2X
0 comments:
Post a Comment