
টাঙ্গাইলে আবারো স্কুলছাত্রীকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদকটাঙ্গাইলের ঘাটাইলে তিন স্কুলছাত্রীকে গণধর্ষণ ও এক ছাত্রীকে শ্লীলতাহানির একদিন পরই তৃতীয় শ্রেণির আরেক স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে।
উপজেলার ফাজিলহাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে। বুধবার রাতে পুলিশ অভিযুক্ত এমদাদুল হককে (৫৫) গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রী তার বাড়ির পাশের জমি থেকে গরুর জন্য ঘাস আনতে যায়। এসময় শিশুটিকে একা পেয়ে প্রতিবেশী মৃত শামছুল হকের ছেলে এমদাদুল হক (৫৫) ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। এরপর এমদাদুল পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে ঘটনা মিমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ শিশুটির পরিবারকে ভয় ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন ওই ছাত্রীর মা।
এই ব্যাপারে দেলদুয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, পরিবারের অভিযোগের পর এমদাদুলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে।
সিফাত/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2tT2KbE
0 comments:
Post a Comment