
শিক্ষার্থী ও নববধূর অস্বাভাবিক মৃত্যু
বাগেরহাট প্রতিনিধিবাগেরহাটে কয়েক ঘণ্টার ব্যবধানে স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও নববধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
শুক্রবারে এই দুই ঘটনা ঘটে। শনিবার দুপুরে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।
নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের বারইখালীর ফকিরবাড়ি এলাকার সেলিম ফকিরের মেয়ে রাবেয়া আকতার (১২)। সে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
ও হোচলা গ্রামের গৃহবধূ সোনিয়া বেগম (১৯)। তিনি সাতবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে ও হোচলা গ্রামের জামাল ফরাজীর ছেলে রহিম ফরাজীর স্ত্রী।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ফেরিওয়ালার কাছ থেকে প্রসাধনী কেনার জন্য মায়ের কাছে ২০ টাকা চায় রাবেয়া। মা টাকা না দেয়ায় দুই প্রতিবেশীর কাছে ধর্ণা দিয়েও ২০ টাকা পায়নি সে। পরে আবারো মায়ে কাছে টাকার জন্য অনুনয় করে না পেয়ে মনের দুঃখে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
এদিকে ফকিরহাটে গৃহবধূ সোনিয়া বেগম (১৯) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে হোচলা গ্রামে শ্বশুরবাড়িতে এক সবেদা গাছের ডালের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করে।
গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনের দাবি, রাতের কোন এক সময় সকলের অজান্তে গাছের ডালের সঙ্গে গলাতে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম বলেন, সনিয়া কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এঘটনায় মডেল থানায় এক অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
টুটুল/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2GHNi4H
0 comments:
Post a Comment