
বিসিএলের প্রথম রাউন্ডে নেই মুশফিক
ক্রীড়া প্রতিবেদকমাঠে ফেরা হচ্ছে না মুশফিকুর রহিমের।
বিপিএলের পর নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর করেননি মুশফিক। তার ফেরার কথা ছিল বিসিএল দিয়ে। কিন্তু ইনজুরির কারণে মুশফিকের অপেক্ষা বাড়ছে। হ্যামস্ট্রিং ইনজুরিতে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বিসিএলের প্রথম রাউন্ডে খেলবেন না মুশফিক। এ চোট মুশফিক পেয়েছিলেন বিপিএলের শেষ দিকে। চোট নিয়ে শেষ দুই ম্যাচ খেলেছিলেন। সেই চোট এখনও সারেনি। মুশফিক রয়েছেন পুর্নবাসন প্রক্রিয়ায়।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন,‘বঙ্গবন্ধু বিপিএলের শেষ দিকে মুশফিক হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। এখনও সে পূর্নবাসন প্রক্রিয়ায় আছে। বিসিএলের প্রথম রাউন্ডেও তাকে বিশ্রামে থাকতে হচ্ছে। দ্বিতীয় রাউন্ড থেকে সে খেলতে পারবে। তার দলের ফিজিও তাকে বিশ্রাম থাকতে বলেছে।’
বাংলাদেশ ক্রিকেট লিগের অষ্টম আসরের প্রথম ও তৃতীয় রাউন্ডে দেখা যাবে জাতীয় দলের ক্রিকেটারদের। তবে মুশফিক তিন রাউন্ডেই অ্যাভেইলেভেল ছিলেন। পাকিস্তান সফরে না যাওয়ায় তার তিন ম্যাচেই খেলার কথা।
তাকে রিটেইন করেছিল বিসিবি নর্থ জোন। কিন্তু ইনজুরির কারণে শেষ দুই রাউন্ডেই খেলতে হচ্ছে তাকে। চট্টগ্রামে বিসিবি নর্থের প্রতিপক্ষ বিসিবি সাউথ জোন।
ঢাকা/ইয়াসিন
from Risingbd Bangla News https://ift.tt/3aU6GcI
0 comments:
Post a Comment