
‘অনলাইনে ভাইরাল হওয়ায় আমি খুশি’ (ভিডিও)
আমিনুল ইসলাম শান্তচলছে অমর একুশে গ্রন্থমেলা-২০২০। এবারের বইমেলায় আলোচিত লেখকদের একজন ড. ফয়জুর রহমান আল সিদ্দিক। বইমেলায় হেঁটে হেঁটে বই বিক্রি করার দৃশ্য অনলাইনে ভাইরাল হওয়ার পর এবার মেলায় তার একটি বই প্রকাশিত হয়েছে। কোনো প্রকাশক এর আগে তার বই প্রকাশে আগ্রহ দেখায়নি।
মেলা প্রাঙ্গণে রাইজিংবিডির সঙ্গে কথা হয় আলোচিত লেখকের। প্রবীণ বিজ্ঞানী ফয়জুর রহমানের লেখা বইয়ের নাম ‘বাঙালির জয়, বাঙালির ব্যর্থতা।’
ফয়জুর রহমান বলেন, ‘আমি যেহেতু খুব নামকরা লেখক না, এজন্য দ্বিতীয় সংস্করণটা প্রকাশক বের করতে দেরী করছিল। এই বইটির চেয়ে যেগুলোকে গুরুত্বপূর্ণ মনে করেছে, সেগুলো ছাপাতে ছাপাতে তাদের টাকা শেষ করে ফেলেছে। এই বইটি যখন প্রকাশ করা হলো না, তখন আমাকে বলা হলো অন্য কাউকে দিয়ে প্রকাশ করেন। তখন থেকেই আমি চেষ্টা করেছি প্রকাশক পাওয়ার জন্য, পাচ্ছিলাম না বলে আমি ফটোকপি করে এটা বিক্রি করেছি প্রতিটি মেলায়। ফটোকপি হলেও ভালো বিক্রি হয়েছে।’
তিনি জানান, এবার হঠাৎ করে আমার এ ঘটনা ভাইরাল হয়ে যাওয়ায় অনেক প্রকাশক এগিয়ে এসেছিল। তবে বাংলা প্রকাশ থেকে বইটি প্রকাশ করা হয়েছে। ভক্তদের চাহিদা পূরণে এখন থেকে প্রতিবছর ২-৩টা বই লেখার চেষ্টা করব। অনলাইনে ভাইরাল হওয়াটা আমার জন্য খুব আনন্দের বিষয়, তা না হলে আমার প্রতি মানুষের প্রত্যাশা এত বেশি হতো না।
ঢাকা/ফিরোজ
from Risingbd Bangla News https://ift.tt/2Tl6KKC
0 comments:
Post a Comment