
‘কাগজের বইয়ের ভালোবাসাটা কমেনি’ (ভিডিও)
নিয়ন রহমানঅমর একুশে গ্রন্থমেলা-২০২০। ভাষা আন্দোলনের মাসে বিশেষ এই আয়োজনের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন বইপ্রেমীরা। প্রতিদিনই মেলায় জমে ওঠছে কবি-সাহিত্যিকদের আড্ডা। পাশাপাশি বই কিনতে ভিড় করছেন সাধারণ মানুষ।
বইমেলায় এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর। বইমেলার নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন রাইজিংবিডির এই প্রতিবেদক।
ভিপি নুর বলেন, ‘‘বইমেলায় প্রতিবছরই আসি। খুব ভালোলাগার একটা জায়গা। একটা স্লোগান আছে, ‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে অন্ধকারে রই। একটা সমাজকে জানার জন্য, দেশকে জানার জন্য বই পড়ার কোনো বিকল্প নাই। বইমেলা বইয়ের প্রতি ভালোবাসাটা বাড়িয়ে দেয়, আগ্রহ তৈরি করে। সেদিকে থেকে বইমেলার বিশেষ তাৎপর্য রয়েছে। এবারে বইমেলায় অনেক তরুণ লেখকদের বই রয়েছে। ছাত্র অধিকার পরিষদের অনেকেই বই প্রকাশ করেছেন। আমার কাছে অনেকেই বই গিফট চেয়েছেন। তাই অনলাইনের যুগ হলেও কাগজের বইয়ের ভালোবাসাটা কমেনি।’’
বইমেলার পরিসর বাড়ানো হয়েছে। এর প্রশংসা করে নুরুল হক নুর বলেন, ‘এবারের বইমেলা খুব সুশৃঙ্খল করা হয়েছে। বরাবর দেখা যায় যে, পরিবেশটা এলোমেলো থাকে। এবারের স্টলগুলো সাজসজ্জায়ও খুব নান্দনিক করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে এবারের বইমেলার সাজসজ্জা একটু ভিন্ন রূপে উপস্থাপন করা হয়েছে।’
দেখুন ভিডিও:
ঢাকা/শান্ত
from Risingbd Bangla News https://ift.tt/32Bqlu8
0 comments:
Post a Comment