
বাস-ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্কপাকিস্তানে বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছে।
শুক্রবার দক্ষিণ সিন্ধু প্রদেশের সুক্কুর জেলার রোহরি স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে অনেকে আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, রোহরি স্টেশনের কাছে কান্ধরা ক্রসিং দিয়ে যাচ্ছিল যাত্রীবাহী বাস। সেসময় দুরন্ত গতিতে আসা পাকিস্তান এক্সপ্রেস ট্রেন ওই বাসে ধাক্কা দেয়। ধাক্কায় দুমড়ে-মুচড়ে বহু দূরে ছিটকে পড়ে বাস।
সুক্কুর জেলার ডেপুটি কমিশনার রানা আদীলের বরাত দিয়ে এএফপি জানায়, অন্তত ২০ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সবাই বাসে থাকা যাত্রী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা সিনিয়র রেলওয়ে কর্মকর্তা তারিক কলাছি বলেন, উদ্ধার অভিযান অন্ধকারের জন্য অনেক দুর্বোধ্য হয়ে পড়েছে।
ঢাকা/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/3aillgP
0 comments:
Post a Comment