
চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কন্টেইনার জাহাজীকরণে জটিলতা
নিজস্ব প্রতিবেদকচট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহনে নিয়োজিত প্রাইম মুভার চালক এবং সহকারীদের আকস্মিক কর্মবিরতীর ফলে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজীকরণে জটিলতা সৃষ্টি হয়েছে।
ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজ নির্দিষ্ট কন্টেইনার না নিয়েই চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। এর ফলে ব্যবসায়ীরা বড় অঙ্কের ক্ষতির সম্মুখীন হয়েছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খলিলুর রহমান রাইজিংবিডিকে জানান, করোনাভাইরাসের প্রভাবে দেশের আমদানি-রপ্তানি, বিশেষ করে রপ্তানি বাণিজ্য, রেমিটেন্স প্রবাহ এমনিতেই মন্দা অবস্থা বিরাজমান। এমন অবস্থার মধ্যে কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে প্রাইম মুভারের চালক ও সহকারীরা নানা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন গত তিন দিন ধরে। এর ফলে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার না নিয়ে বিদেশি জাহাজ বন্দর ত্যাগ করছে। বিষয়টি বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা আমাদের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করবে।
খলিলুর রহমান জানান, ইতোমধ্যে তিনদিন পার হয়েছে এবং অতীতেও এমন ঘটনা ঘটেছে চট্টগ্রাম বন্দরে। যা বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিদেশি বিনিয়োগকারী আকর্ষণে সরকারি উদ্যেগের পরিপন্থী।
প্রাইম মুভার চালক হেলপারদের কর্মবিরতীকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্ঠা উল্লেখ করে খলিলুর রহমান জানান, ব্যবসায়ী মহল অস্তিত্ব রক্ষার সংকটে পড়লে দেশ, শ্রমিক এবং সরকার সবাই ক্ষতিগ্রস্ত হবে। কোন অবস্থাতেই আমদানি-রপ্তানি বাণিজ্য জিম্মি করা কাম্য নয়। বিষয়টির দীর্ঘ মেয়াদী সুরাহা করা না হলে ব্যবসায়ী ক্ষতিসহ ব্যাংক ঋণখেলাপী বৃদ্ধি পাবে।
তাই, অনতিবিলম্বে চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক কার্যক্রম চালু করে সংশ্লিষ্ট মহলের সক্ষমতা দেখে এবং বিরাজমান অর্থনীতির চলমান সমস্যাবলী বিবেচনায় নিয়ে সমস্যা সুরাহা করার আহ্বান জানান চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খলিলুর রহমান।
এদিকে, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডিমিরাল জুলফিকার আজিজ রাইজিংবিডিকে জানান, পরিচয়পত্র প্রদানসহ কয়েকটি দাবিতে প্রাইম মুভার চালক ও সহকারীরা গত ২৭ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি শুরু করে। এ নিয়ে শনিবার দুপুর থেকে প্রাইম মুভার চালক সহকারীদের নেতৃবৃন্দের সাথে টানা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাদের পরিচয় পত্র প্রদানের সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে শনিবার বিকেল থেকে তারা কাজে যোগ দিয়েছে। এর ফলে বন্দরে কন্টেইনার জাহাজীকরণ কার্যক্রম আবার স্বাভাবিকভাবে শুরু হবে।
চট্টগ্রাম/রেজাউল/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2whe81E
0 comments:
Post a Comment