
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু
আন্তর্জাতিক ডেস্কযুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে করোনাভাইরাসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই প্রথম দেশটিতে করোনাভাইরাসে কোন ব্যক্তির মৃত্যু হলো।
শনিবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।
ওয়াশিংটন রাজ্যের গভর্নর জে ইনস্লি এক বিবৃতিতে জানান, করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এটি প্রথম মৃত্যু হলেও এর আগে গত ৬ ফেব্রুয়ারি চীনের উহান শহরের জিনয়িনতিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশটির একজন নাগরিকের মৃত্যু হয়।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সারা বিশ্বে মোট ৮৫ হাজার জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যে প্রায় ২৯০০ জনের মৃত্যু হয়েছে। নিহতের বেশিরভাগ ভাইরাসটির উৎপত্তিস্থল চীন দেশের নাগরিক।
ঢাকা/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/2TbEpr7
0 comments:
Post a Comment