
বাংলাদেশ হোয়াইটওয়াশ হলে কী হবে?
সিলেট থেকে ক্রীড়া প্রতিবেদক‘যখন আমরা শীর্ষ এক-দুই নম্বর দলের বিপক্ষে খেলি, তখন তারা চাপ অনুভব করে। খুবই স্বাভাবিক। ঠিক জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামার আগে আমরা এরকম চাপ অনুভব করি।’- জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে নামার আগে বলছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখে না বাংলাদেশ। জিম্বাবুয়েকেও হারানোর প্রত্যাশা বাংলাদেশের। সেজন্য মাঠে শতভাড় নিংড়ে দিতে চায় টিম টাইগার। বাংলাদেশকে হুমকি দিয়ে রেখেছে সফরকারীরাও। অধিনায়ক চামু চিবাবা সাফ জানিয়েছেন, নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে বাংলাদেশকেও হারাতে পারে তারা।
মাঠের ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে। জিম্বাবুয়ের দুটি ভালো দিন মানেই বাংলাদেশের সিরিজ হার। আর কপাল গুণে তিনটি দিনই যদি জিম্বাবুয়ের হয়, শুধু সিরিজ হার নয় হোয়াইটওয়াশই হয়ে যেতে পারে বাংলাদেশ। আবার বাংলাদেশের তিনটি ভালো দিন মানেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ধবলধোলাইয়ের স্বাদ পাবে টাইগাররা।
বাংলাদেশ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলে র্যাঙ্কিংয়ে খুব বেশি কিছু পাবে না। কিন্তু জিম্বাবুয়ে যদি বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে তাহলে বড় ধাক্কা-ই খাবে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন সাতে। রেটিং পয়েন্ট ৮৫। জিম্বাবুয়ে তারও চার ধাপ পিছিয়ে আছে। ৪৪ রেটিং পয়েন্ট নিয়ে দলটির অবস্থান এখন ১২তম স্থানে। যদি তারা হোয়াইটওয়াশ হয় তাহলে মাত্র এক রেটিং পয়েন্ট হারাবে। র্যাঙ্কিংয়ে অবনমন হবে না। বাংলাদেশ পাবে এক রেটিং পয়েন্ট।
কিন্তু বাংলাদেশকে যদি হোয়াইটওয়াশ করে তাহলে ৫১ রেটিং পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ডকে টপকে ১১তম স্থানে উঠে আসবে জিম্বাবুয়ে। পাশাপাশি বাংলাদেশের র্যাঙ্কিংয়ে অবনমন হবে। বাংলাদেশ সাত থেকে নেমে যাবে অষ্টম স্থানে। রেটিং পয়েন্ট হবে ৮১। র্যাঙ্কিং কিংবা রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের ভাবনা নেই। জিম্বাবুয়েকে শক্ত প্রতিপক্ষ ভেবেই মাঠে নামছে বাংলাদেশ।
মাশরাফির কথায় তা স্পষ্ট হয়েছে আরও একবার, ‘জিম্বাবুযের কাছে আমরা হারতেও পারি। এমন না যে আমরা জিম্বাবুয়ের কাছে আগে হারিনি। যে ম্যাচগুলো আমরা জিতেছি, এরমধ্যে কিন্তু দুই তিনটি ম্যাচ ছিল যে আমরা হারা ম্যাচ জিতে গেছি। তার মানে কি-তারা আমাদের হারাতে পারে। সুতরাং অতটুকু নিশ্চিত হয়ে আমাদের ক্রিকেট খেলতে হবে।’
সিলেট/ইয়াসিন/কামরুল
from Risingbd Bangla News https://ift.tt/2uFD7LB
0 comments:
Post a Comment