
করোনাভাইরাস : ইতালিতে মৃত্যু বেড়ে ২৯
ইসমাইল হোসেন স্বপনইতালিতে প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।
ইতালি স্বাস্থ্য কমিশন জানিয়েছে, শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আটজন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯।
রোববার নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৩৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১২৮।
ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালির উত্তরাঞ্চলীয় লম্বার্ডি অঞ্চলে করোনাভাইরাসে সব চেয়ে বেশি আক্রান্ত হয়েছে। আক্রান্ত শহরগুলোতে বন্ধ করে দেওয়া হয়েছে বহু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সিনেমা হলসহ জনসমাগম স্থান।
এ কারণে ইতালি অর্থনৈতিক মন্দায় পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। শহরের খালি ক্যাফে আর বহু হোটেল বুকিং বাতিল হয়ে যাওয়ায় এই আশঙ্কা জোরালো হচ্ছে। অনেক প্রবাসী বাংলাদেশিও কর্মহীন হয়ে পড়েছে। ভ্রাম্যমাণ দোকান, রেস্টুরেন্ট, সুপার শপগুলো বন্ধ করে দেওয়ায় অনেক প্রবাসী বেকার হয়ে পড়েছে।
প্রাদুর্ভাব ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছে ইতালির সরকারি কর্মকর্তারা।
ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের চিন্তিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। ১৫০০ ও ১১২ নম্বরে ফোন করে আক্রান্তদের যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
এ ছাড়া রোম দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য হেল্পডেস্ক খোলা হয়েছে।
ইতালিতে প্রায় দুই লাখ বাংলাদেশি বসবাস করছে। তবে প্রবাসী বাংলাদেশি কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না এমন খবর পাওয়া যায়নি।
স্বপন/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/2VFlNlf
0 comments:
Post a Comment