
শহিদুলের গ্রামের বাড়িতে চলছে মাতম
নরসিংদী প্রতিনিধিরাজধানীর দিলু রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে স্ত্রী, সন্তানসহ মারা গেছেন শহিদুল কিরমানি। তার গ্রামের বাড়িতে চলছে মাতম।
শহিদুল কিরমানির গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার ইটনা গ্রামে। একইসঙ্গে পরিবারের তিনজনের মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আশপাশের লোকজন ও আত্মীয় স্বজনরা শহিদুলের বাড়িতে ভিড় করছেন। গতকাল বিকেলে তার লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
এদিকে একমাত্র ছেলে শহিদুল শহিদুল কিরমানি, ছেলের বৌ জান্নাতুল ফেরদৌসী ও নাতি রুশদীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা এ কে এম শহিদুল্লাহ।
সোমবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শহিদুলের। গতকাল সন্ধ্যায় গ্রামের বাড়ি নরসিংদীতে দাফন করা হয়ে তাকে।
আগুনে শহিদুলের শরীরে ৪৩ ভাগ পুড়ে যায়। হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। এর আগে গত ১ ফেব্রুয়ারি মারা যান শহিদুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী।
গত ২৭ ফেব্রুয়ারি ভোররাতে নিউ ইস্কাটনের দিলু রোডের আবাসিক এলাকার একটা পাঁচতলা ভবনে আগুন লাগে। আগুনে পুড়ে ওই দিন শহিদুলের ছেলে রুশদীসহ তিনজন মারা যায়। দগ্ধ হন শহিদুল ও তা স্ত্রী।
জান্নাতুল ফেরদৌসের ভাই শাহাদাত হোসেন বিপ্লব বলেন, ‘এ ধরনের অগ্নিকাণ্ড ঢাকা শহরে প্রায়ই ঘটছে। কিন্তু এসব ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। সপরিবারে আমার বোনকে হারানোর বেদনা আমরা সইতে পারছি না।’
বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ মৃধা বলেন, ‘এ মর্মান্তিক অগ্নিকাণ্ডে একটি পরিবার অকালে শেষ হয়ে গেল। তাদের মৃত্যুতে ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে একই পরিবারের তিনটি মানুষ মারা গেলো। আমরা ওই পরিবারকে সান্তনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।’
নরসিংদী/হানিফ/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/38bokGk
0 comments:
Post a Comment