
করোনা পরীক্ষা করিয়েছেন মেলানিয়া
আন্তর্জাতিক ডেস্কশরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে কি না তা জানতে পরীক্ষা করিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ও তার স্বামী ডোনাল্ড ট্রাম্প।
এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, তার (মেলানিয়া) করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। তবে ফল নেগেটিভ এসেছে। এর মাধ্যমে প্রথমবার স্ত্রীর কোভিড-১৯ পরীক্ষা নিয়ে মুখ খুললেন ট্রাম্প।
অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং তার স্ত্রী কারিন পেন্সও করোনাভাইরাস পরীক্ষা করিয়েছেন। তাদের ফলও নেগেটিভ এসেছে।
এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্টেফানি গ্রিসাম বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে রাতে করোনাভাইরাস পরীক্ষা করিয়েছেন, সে রাতেই মেলানিয়া ট্রাম্পেরও পরীক্ষা করা হয়েছে। ফল নেগেটিভ এসেছে। গত ১৩ মার্চ ডোনাল্ড ট্রাম্প করোনা পরীক্ষা করান বলে জানিয়েছে হোয়াইট হাউস।
সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার সাতশ ৩৪ জন। আর মারা গেছেন পাঁচশ ৫৩ জন।
ঢাকা/জেডআর
from Risingbd Bangla News https://ift.tt/2vNmqyw
0 comments:
Post a Comment