
মাধ্যমিকে কারিগরি শিক্ষা চালু হবে : শিক্ষামন্ত্রী
মাদারীপুর সংবাদদাতাশিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছর থেকে মাধ্যমিক স্তরে কারিগরি শিক্ষা চালু করা হবে।
তিনি জানান, এ বছরই ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরিবিষয়ক শিক্ষা দেয়া হচ্ছে। আগামী বছর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির যেকোনো একটিতে কারিগরি শিক্ষার প্রাথমিক ধারণা পড়ানো হবে এবং নবম-দশম শ্রেণির যেকোনো একটিতে বাধ্যতামূলকভাবে কারিগরি শিক্ষা পড়তে হবে। এতে শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষা লাভ করতে পারবে।
বুধবার মাদারীপুরের কালকিনি উপজেলার বীরমোহন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বিদ্যালয়ের বাইরে কোনো শিক্ষক কোচিং করাতে পারবেন না। অনেক শিক্ষক আছেন বিদ্যালয়ে বসে শিক্ষার্থীদের না পড়িয়ে নিজস্ব বাসা-বাড়িতে বসে কোচিং করিয়ে থাকেন। তাদের কাছে কোচিং না করলে পরীক্ষায় ফেল করিয়ে দেন বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। এসব কাজ করা যাবে না। অসহায় শিক্ষার্থী, যারা অর্থের অভাবে পড়ালেখা করতে পারে না, তাদেরকে বিদ্যালয়ে বসে বিনামূল্যে আলাদাভাবে লেখাপড়া করিয়ে এগিয়ে নিতে হবে। যাতে করে নিম্নবিত্ত শিক্ষার্থীরা সুশিক্ষার সুযোগ পায়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ.লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. আবদুস সোবহান গোলাপ, সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা সিদ্দিকী, জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামসহ আরো অনেকে।
মাদারীপুর/বেলাল/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/3annJCT
0 comments:
Post a Comment