
ভেনিজুয়েলায় করোনায় প্রথম মৃত্যু
আন্তর্জাতিক ডেস্কভেনিজুয়েলায় করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো। বৃহস্পতিবার (২৭ মার্চ) টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
রদ্রিগেজ বলেন, মৃত ওই পুরুষের বয়স ৪৭ বছর। থাকতেন আরাগুয়ার উত্তর প্রদেশে।
জন হপকিন্স ইউনিভার্সিটি সূত্রে জানা গেছে, ভেনিজুয়েলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০৭ জন। প্রতিবেশী দেশ কলম্বিয়ায় এই ভাইরাসে ৪৯১ জন আক্রান্ত রয়েছেন, মারা গেছেন ৬ জন। দক্ষিণ আমেরিকায় সবচেয়ে বাজে পরিস্থিতি ব্রাজিলে। সেখানে ২ হাজার ৯৮৫ জন আক্রান্ত রয়েছেন, আর মারা গেছেন ৭৭ জন।
করোনা সংক্রমণ বিস্তারে সবচেয়ে খারাপ অবস্থায় আছে যুক্তরাষ্ট্র, তারা ছাড়িয়ে গেছে ইতালিকে। দেশটিতে শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৫ হাজারের বেশি। ইতালিতে সে সংখ্যা ৮০ হাজার ৫৮৯ জন।
বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত মারা গেছেন ২৪ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন সোয়া পাঁচ লাখের বেশি মানুষ। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় সোয়া এক লাখ মানুষ।
ঢাকা/ফাহিম
from Risingbd Bangla News https://ift.tt/3dBqovk
0 comments:
Post a Comment