
বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থী নিহত
মেডিক্যাল প্রতিবেদকরাজধানীর বনানী এলাকায় বাসের ধাক্কায় ফয়সাল আহমেদ (২৮) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ধ্যাকালীন কোর্সের এক ছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মহাখালী সেতু ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফয়সাল পিরোজপুরের কাউখালী উপজেলার আবুল হোসেনের ছেলে। তিনি বর্তমানে মিরপুর পীরেরবাগ এলাকায় থাকতেন।
বনানী থানার উপ পরিদর্শক (এসআই) কাইয়ুম জানান, ফয়সাল নামে ওই যুবক মোটরসাইকেলে করে বনানী সেতু ভবন এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস ফয়সালের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা/বুলবুল/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/2xaDyOS
0 comments:
Post a Comment