
মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন প্রভাস
বিনোদন ডেস্ক‘বাহুবলি’খ্যাত অভিনেতা প্রভাসের পরবর্তী সিনেমা ‘ও ডিয়ার’। সিনেমাটি পরিচালনা করছেন রাধাকৃষ্ণা কুমার। হায়দরাবাদে সিনেমাটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হয়েছে।
এদিকে পরবর্তী লটের শুটিংয়ের জন্য ইউরোপ যাচ্ছে ‘ও ডিয়ার’ টিম। গতকাল বুধবার সকালে হায়দরাবাদ এয়ারপোর্টে তাদের দেখা যায়। এ সময় প্রভাস ফেস মাস্ক পরা অবস্থায় পাপারাজ্জিদের ক্যামেরায় ফ্রেমবন্দি হন।
ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। কোনো দেশ ভ্রমণের সময় অন্যদের মতো তারকারাও নিরাপত্তার জন্য ফেস মাস্ক ব্যবহার করছেন। হায়দরাবাদ এয়ারপোর্টে যখন প্রভাস পা রাখেন, তখন তার মুখেও মাস্ক ছিল।
শুধু প্রভাস নয়, সম্প্রতি বলিউড তারকা পরিণীতি চোপড়া, রণবীর কাপুর ও তাহিরা কাশ্যপকে এয়ারপোর্টে মাস্ক পরিহিত অবস্থায় দেখা গেছে।
‘ও ডিয়ার’ সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। ইউভি ক্রিয়েশন্সের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। শোনা যাচ্ছে, ভবিষ্যৎ বলে দেওয়া এক ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন প্রভাস।
ঢাকা/শান্ত/তারা
from Risingbd Bangla News https://ift.tt/32VwOjJ
0 comments:
Post a Comment