
খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত
মেডিক্যাল প্রতিবেদকরাজধানীর খিলগাঁও এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোহেল হাওলদার নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সোহেলের বিরুদ্ধে খিলগাঁও থানায় হত্যা, হত্যা প্রচেষ্টা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সুরুজ হাওলাদারের ছেলে।
এ ঘটনায় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে মুগদা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, সন্ত্রাসীদের কাছে অস্ত্র আছে এমন গোপন খবর পাই। পরে আমি ও খিলগাঁওয়ের জোনাল সহকারী কমিশনার জুলফিকার স্যারের নেতৃত্বে একটি দল শনিবার দিবাগত রাতে অস্ত্র উদ্ধার করতে নাগদারপাড় এলাকায় যাই। তখন সন্ত্রাসীরা আমাদের উপস্থিতি টের পেয়ে আমাদের উপরে গুলি চালায়। আত্মরক্ষার্থে আমরাও পাল্টা গুলি চালাই। এতে সোহেল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে আমাদের থানার উপপরিদর্শক আজিজুল হক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা/বুলবুল/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/33IseFZ
0 comments:
Post a Comment