
মহামারি করোনা থেকে বাঁচলে কী করবেন মাহি?
বিনোদন প্রতিবেদকবিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে শত শত মানুষ। এই মৃত্যুর মিছিলে রয়েছে বাংলাদেশের কয়েকজন। এদিকে করোনা মহামারি থেকে বেঁচে গেলে কী করবেন তা কবিতার ছলে জানালেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহি লিখেন—
‘এই মহামারির শেষে যদি বেঁচে যাই,
তাহলে তুমি অনুমতি দিলে তোমাকে আপনি করে ডাকব বলে মনস্থির করেছি।
মনস্থির করেছি, তোমাকে তিনবেলাই নিজের হাতে খাইয়ে দিব, তারপর সেই এটো প্লেটে জগতের যত সুখ মেখে খাব।
এই মহামারির শেষে যদি বেঁচে যাই,
মনস্থির করেছি, তোমার ওই বিশাল অ্যাপার্টমেন্টটাকে আমি সংসার বানিয়ে ছাড়ব, তুমি অভিযোগ করার আগেই আমার ভেতরে থাকা তোমার অপছন্দের সমস্ত অভ্যাসগুলো একটা একটা করে মাটি চাপা দিব।
এই মহামারির শেষে সত্যিই যদি বেঁচে যাই,
মনস্থির করেছি, তোমার সাথে নতুন করে জীবনকে আবিষ্কার করব।’
করোনোর প্রকোপে বন্ধ রয়েছে সব সিনেমার শুটিং। বর্তমানে স্বেচ্ছা ঘরবন্দি রয়েছেন মাহি। তার হাতে ‘স্বপ্নবাজি’ ও ‘ব্লাড’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ রয়েছে।
ঢাকা/রাহাত সাইফুল/শান্ত
from Risingbd Bangla News https://ift.tt/2JioVfl
0 comments:
Post a Comment