দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্ত ৫ হাজার ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্কপুরো বিশ্বে এখন আতঙ্কের একটাই নাম করোনাভাইরাস। দিন দিন ক্রমেই ছড়িয়ে পড়তে প্রাণঘাতী করোনাভাইরাস।
অনেক দিন অতিবাহিত হওয়ার পরও এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
দক্ষিণ কোরিয়ায় নতুন করে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৩৫ জন মারা গেল। এছাড়া, নতুন আক্রান্ত হয়েছে ৪৩৮ জন। এ নিয়ে মোটা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ৭৬৬ জন।
বুধবার দক্ষিণ কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেসিডিসি) এ তথ্য জানিয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ৩২০ জন দায়েগু শহরের বাসিন্দা। এ শহরেই মোট ৪ হাজার ৩২৬ জন আক্রান্ত হল। এর মধ্যে বেশিরভাগই শিনচাঁজি ধর্মীয় গোষ্ঠীর সাথে জড়িত।
দেশটির প্রায় ৯০ ভাগ আক্রান্ত দায়েগু এবং উত্তর গায়ংসং প্রদেশে।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা দেয়। যার সমাধান স্বরুপ এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।
ঢাকা/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/3cz2DDh
0 comments:
Post a Comment