
করোনাভাইরাসে মৃত ১৬ হাজার ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্কবিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৬ হাজার ৫১৪ জন দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭৮ হাজার ৮৫৯ জন। বিশ্বের ১৯৫ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
তবে এখন পর্যন্ত এক লাখ দুই হাজার ৬৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) তথ্য অনুযায়ী, সোমবার (২৩ মার্চ) চীনে আরো ৭ জন মারা গিয়েছেন। চীনে এ পর্যন্ত মৃতের সংখ্যা তিন হাজার ২৭৭ জন। করোনায় আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ১৭১ জন। এর মধ্যে মোট ৭৩ হাজার ১৫৯ জন রোগী সুস্থ হয়েছেন।
চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ইতালি। রোববার একদিনই রেকর্ড ৬০১ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ছয় হাজার ৭৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মোট সাত হাজার ৪৩২ জন রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৯২৭ জন। বর্তমানে ৩ হাজার ২০৪ জন আইসিইউতে আছেন।
যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৩ জনে। দেশটিতে ইতোমধ্যে ৪৩ হাজার ৭৩৪ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন এক হাজার ২৯৫ জন।
স্পেনে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ছয় হাজার ৩৬৮ জন। স্পেনে একদিনে মারা গেছে ৫৩৯ জন। সব মিলিয়ে মৃত বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩১১ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ৩৫৫ জন।
জার্মানিতে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩ জনে। দেশটিতে ইতোমধ্যে ২৯ হাজার ৫৬ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৫৩ জন।
ইরানে মোট ২৩ হাজার ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত এক হাজার ৮১২ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন আট হাজার ৩৭৬ জন সুস্থ হয়েছেন।
ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬০ জনে। দেশটিতে ইতোমধ্যে ১৯ হাজার ৮৫৬ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ২০০ জন।
অন্য দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া ১১১, সুইজারল্যান্ড ১২০, যুক্তরাজ্য ৩৩৫, নেদারল্যান্ড ২১৩, অস্ট্রিয়া ২১, বেলজিয়াম ৮৮, নরওয়ে ১০, কানাডা ২৪, পর্তুগাল ২৩, সুইডেন ২৭, ব্রাজিল ৩৪, মালয়েশিয়া ১৪, জাপান ৪২, ইরাক ২৩, পাকিস্তান ৬, ভারত ১০ ও বাংলাদেশে ৩ জন মারা গেছেন।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।
এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং পোষা প্রাণির সংস্পর্শ এড়িয়ে যেতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।
বাংলাদেশের কেউ করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের হট লাইন ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে যোগাযোগের জন্য পরামর্শ দেয়া হয়েছে।
করোনাভাইরাস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনোভাবে মিথ্যা বা ভুল তথ্য প্রচার নজরে আসলে তথ্য অধিদপ্তরের সংবাদকক্ষের ফোন নম্বর ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮, ০১৭১৫২৫৫৭৬৫, ০১৭১৬৮০০০০৮ এবং ইমেইল: piddhaka@gmail.com/piddhaka@yahoo.com অথবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/2xZ02CR
0 comments:
Post a Comment