
‘গাজীপুরের সবার কর্মসংস্থানের ব্যবস্থা করতে চেষ্টা করছি’
নিজস্ব প্রতিবেদকগাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর সিটিতে অনেক লোক বাস করে। সবার কর্মসংস্থানের ব্যবস্থা করতে চেষ্টা করছি।
তিনি বলেন, ‘এ সিটির আধুনিকায়ন ও উন্নয়নের জন্য ইতোমধ্যে মাস্টার প্ল্যান করা হয়েছে। সিটির যেখানে যা নির্মাণ করা প্রয়োজন সেখানে তা করা হবে। কোন স্থাপনা কোথায় নির্মিত হবে মাস্টার প্লানে তা উল্লেখ থাকবে।’
মঙ্গলবার সিটি করপোরেশনের সালনা নাসির উদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘নগর অবকাঠামে উন্নয়নে জনগণের ভূমিকা ও সিটি করপোরেশনের করণীয় শীর্ষক’ সভায় তিনি এ সব কথা বলেন।
মেয়র বলেন, ‘আগে রাস্তা করার জন্য এলাকাবাসী স্থানীয় প্রশাসনের কাছে তদবির করতেন, আর এখন আমরা রাস্তা করার জন্য জনগণের কাছে যাচ্ছি। রাস্তা যত বড় হবে মানুষের ভাগ্যের চাকা তত তাড়াতাড়ি ঘুরবে। সিটির প্রায় ৭০ ভাগ রাস্তা প্রশস্থকরণের কাজ হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি, বিদ্যুতের লাইন মাটির নীচ দিয়ে নেয়ার জন্য। এই সিটিতে আধুনিক স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতালসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছি।’
মেয়র বলেন, ‘সিটির অবকাঠামো নির্মাণ করতে গিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে তার ট্যাক্স মওকুফ করে দেয়া হবে। গাজীপুরের কাউলতিয়া ও আশেপাশের ওয়ার্ডে ৫টি স্কুল নির্মাণ করা হবে। আর কোনভাবেই নদী ও খালে ময়লা বা কেমিক্যালযুক্ত পানি ফেলা যাবে না। যদি কোনো কারখানা এ কাজ করে তাদের সময় দেওয়া হবে। পরিবর্তন না হলে ওই সব করাখানার লাইসেন্স বাতিল করে দেয়া হবে।’
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটির সচিব মো. মোস্তাফিজুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন, কেএম জহুরুল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
গাজীপুর/হাসমত/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2uPBxqz
0 comments:
Post a Comment