
‘তামিম ভাই বলছিল, আমার রান টপকে যা’
সিলেট থেকে ক্রীড়া প্রতিবেদকওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক এখন লিটন কুমার দাশ। এই দুইদিন আগেও এ রেকর্ডটি ছিল তামিম ইকবালের।
তামিমের ১৫৮ রানের ইনিংসকে টপকে লিটনের রান এখন ১৭৬। তামিমকে ক্রিজে রেখে তামিমের রেকর্ড ভেঙেছেন লিটন। আর রেকর্ডটি টপকে যেতে সবথেকে বেশি অনুপ্রেরণা দিয়েছেন তামিম নিজেই।
শুক্রবার ম্যাচসেরার পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন। সেখানেই জানালেন সর্বোচ্চ রানের ইনিংস খেলতে তামিমের অবদান।
‘১২০-১২২ রানে জন্য ব্যাটিং করছিলাম তখন তামিম ভাই বলছিল এই একটা সুযোগ আমার রানটা টপকে যা। উনি আমাকে অনুপ্রেরণা দিচ্ছিল, বলছিল এমন কিছু করে রাখ যেটা বাংলাদেশে অনেক দিন টিকে থাকবে। তবে আমি চাই এটা দ্রুতই ভাঙুক।‘
কার্ল মুম্বার বল সীমানার বাইরে পাঠিয়ে ১৫৪ থেকে ১৬০ রানে পৌঁছান তামিম। ওই ছক্কায় লিটন ছাড়িয়ে যান তামিমকে। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রান করেছিলেন তামিম। সিলেটে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তামিম নিজের রেকর্ড ভেঙে করেন ১৫৮ রান। শুক্রবার লিটনের ব্যাট থেকে আসে ১৭৬ রান।
নিজের ব্যাটিংয়ের রহস্য জানাতে গিয়ে লিটন বলেছেন, ‘দুইশর কথা কখনো চিন্তা ছিল না। শূন্য থেকে আমাকে শুরু করতে হয়েছিল। আমার প্রথম টার্গেট ছিল ৩০ ওভার ব্যাটিং করা।’
‘একশর পর মোমেনটাম পরিবর্তন হয়েছে ম্যাচের। এজন্য আমাকে খেলার ধরন পরিবর্তন করতে হয়েছে। আমি ভাগ্যবান ছিলাম আমার শটগুলো সব টাইমিংয়ে মিলেছে। সফল হওয়ায় সুযোগ তৈরি হয়েছে।’ – বলেছেন লিটন।
তিন ম্যাচে দুই সেঞ্চুরি হাঁকিয়ে নিচের সামর্থ্য দেখিয়েছেন লিটন। একই প্রতিপক্ষের বিপক্ষে এবার মন্থর গতিতে ব্যাটিং করতে হবে বাংলাদেশের কিশোর-কিশোরিদের
ঢাকা/ইয়াসিন/কামরুল
from Risingbd Bangla News https://ift.tt/2VTPmPN
0 comments:
Post a Comment