
পথহারা বৃদ্ধা এখন স্বজনের কাছে
হবিগঞ্জ প্রতিনিধিমধ্যরাতে শায়েস্তাগঞ্জের অলিপুর শিল্প এলাকায় প্রাণ আরএফএলের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেইটে বসে কাঁদছিলেন এক বৃদ্ধা।
টহল পুলিশ দেখতে পেয়ে মঙ্গলবার রাতেই থানায় নিয়ে আসে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানতে পারেন, বৃদ্ধার নাম বানু বেগম (৭৫)। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের সমারচরের বাসিন্দা হাসিম মিয়ার স্ত্রী। পথ ভুল করে এত দূর পর্যন্ত চলে এসেছেন।
এরপর দায়িত্ব নিয়ে বৃদ্ধাকে বুধবার স্বজনের কাছে পৌঁছে দিলেন থানার ওসি মোজাম্মেল হোসেন।
বানু বেগমকে পুলিশের খরচে গাড়ি যোগে শায়েস্তাগঞ্জ থেকে ইটনা থানায় পাঠানো হয়। সেখান থেকে তার মেয়ে জহুরা খাতুন (৪৫) এসে মাকে বাড়ি নিয়ে যান।
হঠাৎ করে মা নিখোঁজ হয়ে যাওয়ায় তারাও দুশ্চিন্তায় পড়েছিলেন। স্বজনদের বাড়িতে বাড়িতে খবর নিচ্ছিলেন তারা। এর মধ্যেই মাকে উদ্ধার করে দেওয়ায় শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেনসহ পুলিশ বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়ে জহুরা খাতুন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মোজাম্মেল হোসেন বলেন, ‘অসহায় বৃদ্ধা নারীকে উদ্ধার করে স্বজনের কাছে পৌঁছে দিতে পেরে খুব ভাল লাগছে।’
মামুন চৌধুরী/টিপু
from Risingbd Bangla News https://ift.tt/2uZJr0Q
0 comments:
Post a Comment