
করোনায় মারা গেলেন রিয়ালের সাবেক প্রেসিডেন্ট
ক্রীড়া ডেস্ককরোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো সাঞ্জ। ক্লাবটির সঙ্গে পাঁচ বছরে দুইবার ইউরোপিয়ান কাপ জেতা সাবেক প্রধান করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ছিলেন।
লরেঞ্জোর ছেলে ফার্নান্দো সাঞ্জ বলেন, গত বুধবার থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তার বাবা। শনিবার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন টুইটারে, ‘আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন। এভাবে তার চলে যাওয়া ঠিক হয়নি। এমন দয়ালু, সাহসী আর কঠোর পরিশ্রমী মানুষকে আমি দেখিনি। তার পরিবার ও রিয়াল মাদ্রিদ ছিল ভালোবাসার জায়গা। আমার মা ও ভাই-বোন তার সঙ্গের মুহূর্তগুলো গর্বের সঙ্গে মনে রাখবে।’
১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত রিয়ালের প্রেসিডেন্ট ছিলেন লরেঞ্জো। সাবেক ক্লাব প্রধানের মৃত্যুতে শোকসন্তপ্ত রিয়াল, ‘লরেঞ্জো সাঞ্জ, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ছিলেন ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত। তার মৃত্যুতে গভীর শোক জানাচ্ছে রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব, প্রেসিডেন্ট ও ডিরেক্টরদের বোর্ড।’
ঢাকা/ফাহিম
from Risingbd Bangla News https://ift.tt/39g5Dlu
0 comments:
Post a Comment