
‘করোনা ঠেকাতে শুধু ‘লকডাউন’ যথেষ্ট নয়
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাস রোধ করার জন্য শুধু ‘লকডাউন’ পদ্ধতি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা।
বিবিসির এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যনির্বাহী পরিচালক মাইক রিয়ান বলেন, ‘করোনা ঠেকাতে শুধু ‘লকডাউন’ যথেষ্ট নয়। এ ভাইরাস নির্মূল করার জন্য ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে খুঁজে বের করতে হবে এবং এদের সঙ্গে যোগাযোগ আছে এমন লোকদের বিচ্ছিন্ন (আইসোলেট) করে রাখতে হবে।’
তিনি আরো বলেন, ‘যদি আমরা এখনই শক্তিশালী জনস্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ না করি তাহলে লকডাউনের মতো নির্দেশনাগুলো তুলে নিলে রোগটি আবারো লাফিয়ে বাড়বে।’
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ১৪ হাজারের বেশি। প্রতিক্ষণে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আর এ পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছে কমপক্ষে ১৯২টি রাষ্ট্র।
করোনাভাইরাস ঠেকানোর পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, কোয়ারেন্টাইন বা হোম কোয়ারেন্টাইন, আইসোলেশন বা সেল্ফ আইসোলেশন, সামাজিক লকডাউন।
ঢাকা/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/2QCe2ZW
0 comments:
Post a Comment