
‘নিউ ইয়র্কের পরিস্থিতি আরো ভয়াবহ হবে’
আন্তর্জাতিক ডেস্ককরোনা পরিস্থিতি আগামী ১০ দিনের মধ্যে আরো ভয়াবহ রুপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন নিউ ইয়র্কের সিটি মেয়র বিল ডি ব্লাসিও।
স্থানীয় সময় রোববার (২২ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, হাজার চেষ্টা সত্ত্বেও করোনার নতুন সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। এভাবে জ্যামিতিক হারে যদি সংক্রমণ বাড়তে থাকে তবে আগামী ১০ দিনের মধ্যে এই ভাইরাস শনাক্তের কিট সংকট শুরু হবে। ভেন্টিলেশনের যন্ত্রপাতি সংকট সৃষ্টি হবে। সার্জিক্যাল মাস্ক উধাও হয়ে যাচ্ছে। এভাবে চিকিৎসাপণ্যের সংকট চলতে থাকলে হাসপাতালগুলোর কার্যক্রম চালানো কঠিন হবে। সেদিন বেশি দূরে নয়, এমন লোকজনদের এই ভাইরাসে প্রাণ হারাতে হবে যারা অসময়ে মরতে চান না।
এদিকে, নিউইয়র্ক স্টেট গভর্নর এন্ডো কুমোর ঘোষণা অনুযায়ী রোববার রাত থেকে স্টেট লকডাউনে যাচ্ছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় গত শুক্রবার জরুরি পরিষেবাকে আওতামুক্ত রেখে এ লকডাউনের ঘোষণা দেন গভর্নর। লকডাউনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সিটি মেয়র ডি ব্লাসিও।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৫৪৬ জন। দেশটিতে মোট মারা গেছে ৪১৯ জন। সবচে বেশি রোগী (২২ হাজার ৭১৭ জন) রোগী শনাক্ত হয়েছে নিউ ইয়র্কে। সেখানে মারা গেছে ১১৪ জন।
সূত্র : দি নিউ ইয়র্ক টাইমস
ঢাকা/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/2UsEbvk
0 comments:
Post a Comment