
সিলেটে আইসোলেশনে থাকা লন্ডনফেরত নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদকসিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) আইসোলেশনে রাখা লন্ডনফেরত এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, রোববার (২২ মার্চ) ভোরে হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় ৬১ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। তিনি গত ২০ মার্চ থেকে এ হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন।
তিনি বলেন, ‘ওই নারী জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন। আজ আইইডিসিআর এর টিমের ওই নারীর রক্তের স্যাম্পল সংগ্রহ করার কথা ছিল।’
গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তিনি। শনিবার পর্যন্ত সিলেট শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ওই নারীসহ চারজন চিকিৎসাধীন ছিলেন।
সিলেট/নোমান/বুলাকী/সাইফ
from Risingbd Bangla News https://ift.tt/2J8bJcJ
0 comments:
Post a Comment