
করোনার কারণে চীনে বিদেশি প্রবেশে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে চীনে। কিন্তু গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন আক্রান্তের খবর আবার ভাবাচ্ছে সরকারকে। নতুন করে এই সংক্রমণের জন্য দায়ী করা হচ্ছে বিদেশফেরত নাগরিকদের। দ্বিতীয় দফায় করোনাভাইরাসের মহামারি ঠেকাতে এবার তাদের দেশে প্রবেশে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করলো চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (২৭ মার্চ) মধ্যরাত থেকে কার্যকর হবে এ নিষেধাজ্ঞা। তারা এক বিবৃতিতে জানায়, ‘বিশ্বজুড়ে করোনাভাইরাসের দ্রুত সংক্রমণের কারণে চীন অস্থায়ীভাবে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে।’
বৈধ ভিসা তো বটেই, চীনে বসবাসের অনুমতিপ্রাপ্ত বিদেশিরাও প্রবেশ করতে পারবেন না। সব ধরনের ভিসামুক্ত ট্রানজিট সুবিধাও স্থগিত করা হয়েছে। তবে কূটনীতিকরা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন।
গত বৃহস্পতিবার (২৬ মার্চ) নতুন করে অর্ধশত আক্রান্ত হওয়ার পর সব মিলিয়ে চীনে এখন কোভিড-১৯ রোগের চিকিত্সা নিচ্ছেন ৩,৪৬০ জন। গত ডিসেম্বরের শেষ দিকে হুবেই প্রদেশে করোনার উত্পত্তি হয়। এখানেই সর্বশেষ আরও পাঁচজন নতুন করে মারা গেছেন, তাতে দেশতে মৃতের সংখ্যা ৩,২৯২।
ঢাকা/ফাহিম
from Risingbd Bangla News https://ift.tt/2QPrQjH
0 comments:
Post a Comment