
অস্ট্রেলিয়ায় গৃহবন্দি শাবনূর
বিনোদন প্রতিবেদকঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। চলচ্চিত্রের পর্দায় এখন আর তাকে দেখা যায় না। দীর্ঘদিন ধরেই তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। করোনাভাইরাসের কারণে সেখানে গৃহবন্দি আছেন এই নায়িকা।
এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘সাতদিনে একবার বের হচ্ছি। সেটাও বাসার বাজার করার জন্য। এদিকে সিডনি থেকে মেলবোর্ন যাওয়া-আসা বন্ধ করে দিয়েছে এদেশের সরকার। আর ডিপার্টমেন্টাল স্টোরে খাবারও জলদি শেষ হয়ে যাচ্ছে। সকলে আতঙ্কে দিন কাটাচ্ছে। দেশের মানুষের কথা মনে পড়ছে। রাত-দিন দেশের সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। খবর নিচ্ছি। বাংলাদেশের জনগণ এখনো জানতে পারছে না যে, এটি কতটা ভয়াবহ! বিশ্বে এ রোগের মৃত্যুর হার বেড়েই চলেছে। করোনার কারণে বিশ্বেব্যাপী ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’
করোনা আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এরই মধ্যে বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত ৩৩ জনকে শনাক্ত করা হয়েছে। জনসমাগম এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে সরকার।করোনা মোকাবেলায় ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা/রাহাত সাইফুল
from Risingbd Bangla News https://ift.tt/3bmjVCg
0 comments:
Post a Comment