
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছে।
শুক্রবার ভোর রাত ৩টার দিকে উপজেলার চান্দুরা নতুন পেট্রোল পাম্পের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমনের (১৯) নাম জানা গেছে।
আহতরা হলেন- শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা নারায়ণগঞ্জ থেকে মাজার জিয়ারতের উদ্দেশে সিলেট যাচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা রাহুল দাস জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লিমন পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও একজন। দুর্ঘটনায় বাসটি পাশের জমিতে পড়ে গেলেও এর কোনো যাত্রী হতাহত হয়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈনুল ইসলাম রাইজিংবিডিকেেএ তথ্য নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া/মাইনুদ্দীন রুবেল/শাহেদ
from Risingbd Bangla News https://ift.tt/2PP5lee
0 comments:
Post a Comment