
মালয়েশিয়ায় মাটিচাপায় ২ বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক ডেস্কমালয়েশিয়ায় মাটি চাপায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির তামেরলোহ জেলার মেনতাকাবে একটি বাড়ি নির্মাণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা বারনামা।
নিহতরা হলেন, মো.শরীফুল (৪৩) ও জুলহাস রহমান (২৭)।
তামেরলোহ জেলার পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইউসরি ওসমান জানান, স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে তিন শ্রমিক পয়ঃনিস্কাশন পাইপ বসানোর কাজ করছিলেন।
তিনি বলেন, ‘নিহত দুই শ্রমিকসহ তিন জন ছয় মিটার গভীর খাদের মধ্যে কাজ করছিলেন। ওই সময় দুটি এক্সকাভেটর মাটি তুলে খাদের কিনারায় জমা করছিল। হঠাৎ মাটির বিশাল স্তুপটি খাদের মধ্যে পড়ে যায়। খাদের ভেতর থেকে এক জন উদ্ধার হলেও অপর দুজনকে জীবিত উদ্ধার করা যায়নি।’
এসিপি মোহাম্মদ ইউসরি জানান, ৪টা ৪৫ মিনিটের দিকে শরীফুলের মৃতদেহ এবং এর ১৫ মিনিট পর জুলহাসের মৃতদেহ উদ্ধার করা হয়।
ঢাকা/শাহেদ
from Risingbd Bangla News https://ift.tt/2PO8Mlh
0 comments:
Post a Comment