
নবীগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৮
হবিগঞ্জ প্রতিনিধিহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।
শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিগাঁও এলাকায় সিলেটগামী ওই মাইক্রোবাসের চাকা পাংচার হয়ে যায়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন নারী, অন্যরা পুরুষ। তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানা যায়নি।
জানা গেছে, মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথে চাকা পাংচার হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আব্দুল মালেক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ/এসএম
from Risingbd Bangla News https://ift.tt/2IoMlPD
0 comments:
Post a Comment