
একদিনের জন্য খুলে দেয়া হলো ভোমরা স্থলবন্দর
সাতক্ষীরা প্রতিনিধিআমদানিকারকদের বিশেষ অনুরোধে একদিনের জন্য আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
তবে, বুধবার (২৫ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সকল প্রকারের আমদানি-রপ্তানি কার্যক্রম।
করোনাভাইরাস প্রতিরোধে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সকল পৌর এলাকা ও কেন্দ্রীয় সরকার কলকাতা, দিল্লি, মুম্বাইসহ ৮০ টি শহর লকডাউন করেছে। ফলে ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন এলাকায় আটকে গেছে কাঁচামাল বোঝাই অনেক ট্রাক।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত ভোমরা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকার কথা থাকলেও কাঁচামালের অনেক ট্রাক আটকে যাওয়ার কারণে আমদানিকারকদের বিশেষ অনুরোধে আজ খুলে দেওয়া হয়েছে।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক এ.এস.এম মাকসুদ খান জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সকল পৌর এলাকায় সোমবার সকাল থেকে ২৭ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন। একই সাথে কেন্দ্রীয় সরকারও কলকাতা, দিল্লি, মুম্বাইসহ ৮০টি শহরে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করায় পশ্চিমবঙ্গ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে, আমদানিকারকদের বিশেষ অনুরোধে একদিনের জন্য বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে।
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বিশ্বজিত সরকার জানান, আগে যারা দুই-দেশে প্রবেশ করেছেন এমন পাসপোর্টের যাত্রীরা আজ তাদের স্ব-স্ব দেশে ফিরতে পারবেন।
শাহীন/টিপু
from Risingbd Bangla News https://ift.tt/2UdMXhN
0 comments:
Post a Comment