
করোনার বিরুদ্ধে লড়তে ন্যাটোর সাহায্য চাইলো স্পেন
নিউজ ডেস্কমহামারি করোনাভাইরাসে নাকাল ফ্রান্স। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছে ৫১৪ জন।
এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২ হাজার ৭০০ জন মারা গেছেন স্পেনে। ১৪ মার্চ থেকে দেশটি পুরোপুরি লকডাউন। তারপরও থামানো যাচ্ছে না সংক্রমণ। এমতবস্থায় দেশটির সেনাবাহিনীও কুলিয়ে উঠতে পারছে না। তাই স্পেন বাধ্য হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ও সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটোর (নর্থ আটলান্টিক ট্রিটি অরগানাইজেশন)।
দেশটির সামরিক বাহিনী মঙ্গলবার ন্যাটোর কাছে মানবিক সহায়তা চায় নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে।
বিশ্বের ১৯৬টি দেশ ও অঞ্চলে এ পর্যন্ত ৪ লাখ ১৭ হাজার ৮৯৫ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৮ হাজার ৬০৫ জন। সেরে উঠেছেন ১ লাখ ৮ হাজার ৩১২ জন।
ঢাকা/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/2xjwYWu
0 comments:
Post a Comment